Skip to content

ফের রেল দুর্ঘটনা,ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ ২ মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে!

নিজস্ব সংবাদদাতা : ফের রেল দুর্ঘটনা! সূত্রের খবর ১লা এপ্রিল মঙ্গলবার ভোরে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটেছে। ভোর সাড়ে তিনটের সময় ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের বারহেট স্টেশনে দাঁড়িয়েছিল একটি মালগাড়ি। তখনই সিগন্যাল না মেনে লাইনে ঢুকে পড়ে ফরাক্কা থেকে লালমাটিয়াগামী এক মালগাড়ি। তখনই দুই মালগাড়ির মধ্যে জোর সংঘর্ষ বাঁধে। দুর্ঘটনার তীব্রতায় মালগাড়ির ইঞ্জিনে সঙ্গে সঙ্গে আগুন ধরে গিয়েছে। একটি মালগাড়ি কয়লা বোঝাই ছিল। তাতেও আগুন ধরে যায়। স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনায় মালগাড়ির দুই চালক-সহ তিনজনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন।সেই সঙ্গে গুরুতর আহত ৪ জন। তাদেরকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করার সম্ভাবনার কথা জানা গিয়েছে। ভয়াবহ রেল দুর্ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কীভাবে দুটি ট্রেন একই লাইন আসতে পারে! প্রশ্ন ওঠে রেল লাইনের রক্ষণাবেক্ষনও নিয়ে। আজও সেই দুর্ঘটনায় উঠল একই প্রশ্ন।

Latest