Skip to content

সহকর্মীর মজা,প্রাণ গেল হাওড়ার জুট মিল শ্রমিকের,মেয়ে এবারের মাধ্যমিক পরীক্ষার্থী!

1 min read

হাওড়া, নিজস্ব সংবাদদাতা : ডিউটি শেষ করে বাড়ি ফেরার সময় দুই শ্রমিকের মধ্যে মজা করতে গিয়ে প্রাণ গেল একজনের। হাওড়ার বাউরিয়া জুট মিলে কর্মরত মৃত শ্রমিকের নাম সাবের মল্লিক। বয়স ৫৩ বছর। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য সহকর্মীরা জানান গতকাল সকাল ১১ টা নাগাদ টিফিন টাইমে যখন নিজের ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলেন ঠিক তখনই ওই মিলের অন্য এক শ্রমিক ব্লোয়ার যন্ত্র দিয়ে তার মলদ্বারে হাওয়া ঢুকিয়ে দেয়। এতে তার পেটে অত্যধিক হাওয়া ঢুকে যাওয়ার ফলে পেট ফুলে নাড়ি ভুঁড়ি ফেটে যায়। ঘটনাস্থলেই সাবের লুটিয়ে পড়েন। জুট মিলের কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার করে নিয়ে যায় উলুবেড়িয়া ইএসআই হাসপাতালে। এরপরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় মানিকতলায় ইএসআই হাসপাতালে। মানিকতলার হাসপাতালে গতকাল সন্ধ্যায় মৃত্যু হয় ওই শ্রমিকের। জানা গিয়েছে মৃত শ্রমিক সাবের মল্লিকের মেয়ে এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। যদিও বাবার এমন মর্মান্তিক ঘটনার পরেও সোমবার সে মাধ্যমিক পরীক্ষায় বসেছে। অন্যদিকে মৃতের পরিবার দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করেছে। পুরো বিষয়টি নিয়ে স্থানীয় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে।

Latest