Skip to content

কালীপুজোর মুখে খাদ্য দপ্তরের হানা দুর্গাপুরের প্রান্তিকার একটি হোটেলে I

1 min read

দুর্গা পুজা থেকেই অভিযোগ আসছিল দুর্গাপুরের একটি হোটেলের বিরুদ্ধে পচা মাছ মাংস সহ অন্যান্য সামগ্রী দিয়ে খাওয়ানো হচ্ছিল ক্রেতাদের । কালীপুজোর মুখেই অভিযোগ পেয়ে খাদ্য সুরক্ষা দপ্তরের হানা দুর্গাপুরের প্রান্তিকা ব্লু মুন নামের একটি খাবারের হোটেলে । বাতিল করা হয় দোকানের লাইসেন্স।

দুর্গাপুরের বেনাচিতি বাজারের প্রান্তিকা এলাকায় বারবার অভিযোগ করার পর অবশেষে খাদ্য সুরক্ষা দপ্তর হানা দিয়ে দোকানে মেলে পচা মাছ মাংস সহ খাবার সামগ্রী। দোকানে ব্যবহার করা বিভিন্ন মসলার তারিখ সম্পূর্ণ পেরিয়ে যাওয়ার পর ঐ সমস্ত মসলা খাবারে দেওয়া হতো।

অভিযোগের ভিত্তিতে খাদ্য সুরক্ষা দপ্তর হানা দেয় প্রান্তিকায় একটি হোটেলে সেখানে গিয়ে দেখে পাওয়া মাছ মাংস সহ পচা বাসি খাবার রয়েছে ফ্রিজে বন্দি।
দীর্ঘদিন ধরে ওই এলাকায় হোটেল চালাচ্ছেন ওই ব্যবসায়ী । এক ক্রেতা অভিযোগ জানান খাদ্য সুরক্ষা দপ্তরে । ক্রেতার অভিযোগের ভিত্তিতে হোটেলে হানা দিয়ে মেলে বেশ কয়েকদিন আগেকার পচা মাছ মাংস ।খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা দোকানে হানা দেওয়ার পর সেই সমস্ত পচা খাবার ফেলে দেওয়া হয় |

এবং ওই ব্যবসায়ীর লাইসেন্স বাতিল করা হয়। আগামী দিনে দুর্গাপুর শহরে এলাকায় এলাকায় এই অভিযান চলবে বলে জানান খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা ।

Latest