Skip to content

-৩০ ডিগ্রি ঠান্ডাকে হার মানিয়ে দক্ষিণ মেরুতে পৌঁছলেন ভারতীয় কিশোরী!

1 min read

নিজস্ব সংবাদদাতা :  -৩০° তাপমাত্রাকে হার মানিয়ে ইতিহাস গড়ল ভারতীয় কিশোরী কাম্যা কার্তিকেয়ন! মাত্র ১৮ বছর বয়সে চরম প্রতিকূলতা, তুষারঝড় ও ভয়ংকর ঠান্ডাকে উপেক্ষা করে অ্যান্টার্কটিকার দক্ষিণ মেরু (Geographic South Pole) জয় করলেন ভারতীয় কিশোরী কাম্যা কার্তিকেয়ন। মঙ্গলবার এই সাফল্যের কথা জানিয়েছে ভারতীয় নৌবাহিনী।

নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, প্রায় -৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং প্রবল ঝোড়ো হাওয়ার মধ্যেও কাম্যা প্রায় ৬০ নটিক্যাল মাইল (প্রায় ১১৫ কিলোমিটার) পথ হেঁটে অতিক্রম করেছেন।

নিজের সম্পূর্ণ অভিযানের সরঞ্জাম বোঝাই স্লেজ টেনে নিয়ে তিনি ৮৯ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে দক্ষিণ মেরু পর্যন্ত পৌঁছন। এই ঐতিহাসিক অভিযানের দিন ছিল ২৭ ডিসেম্বর, ২০২৫। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ এক পোস্টে ভারতীয় নৌবাহিনী কাম্যাকে অভিনন্দন জানায়।

নৌবাহিনী জানায়, তিনি শুধু ভারতের কনিষ্ঠতম ব্যক্তি হিসেবেই দক্ষিণ মেরুতে স্কি করে পৌঁছননি, একই সঙ্গে তিনি বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম মহিলা হিসেবেও এই কৃতিত্ব অর্জন করেছেন। কাম্যা নৌবাহিনীর শিশু বিদ্যালয় (Navy Children School)-এর প্রাক্তন ছাত্রী।নৌবাহিনীর তরফে আরও জানানো হয়েছে, এই তরুণ পর্বতারোহী এখন লক্ষ্য স্থির করেছেন ‘এক্সপ্লোরার্স গ্র্যান্ড স্ল্যাম’ সম্পূর্ণ করার। এই চ্যালেঞ্জের মধ্যে রয়েছে সাতটি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গে

Latest