Skip to content

আজকে সকালে সড়ক দুর্ঘটনা খড়্গপুর মেদিনীপুর মোহনপূর ব্রীজে,ব্যক্তির মৃত্যু হোমিওপ্যাথি চিকিৎসক!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : আজ সকাল ৮ টা নাগাদ খড়্গপুর মেদিনীপুর মোহনপূর ব্রীজ ঢোকার মুখে মোটরসাইকেল আরোহীকে দ্রুত গতিতে আসা বালি ডাম্পার ধাক্কা মারলে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।মৃত ব্যক্তির নাম ডাঃ হরিপদ রাউৎ। হোমিওপ্যাথি চিকিৎসক হরিপদ বাবু পিংলার করকাইয়ে চেম্বার করতে যাচ্চিলেন। খড়্গপুর মেদিনীপুর ঢোকারমুখে ট্রাফিক সিগন্যাল মেনে মোটরসাইকেল আরোহী রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। পেছন থেকে দ্রুত গতিতে আসা বালি ডাম্পার তাঁকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। এই ঘটনার পরেই উত্তেজিত স্থানীয় এলাকার বাসিন্দা ওই বালি ডাম্পারতে ভাঙচুর চালায়। দেহকে আটকে রেখে চলে পথ অবরোধ। মেদিনীপুর-খড়গপুর সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।

0:00
/0:56

Latest