Skip to content

খড়্গপুর শহরে ননী গোপাল সংগীত মহাবিদ্যালয় এর সংগীত সম্মেলন!

1 min read

অরিন্দম চক্রবর্তী:  শুক্রবার ১৯শে ডিসেম্বর  খড়্গপুর শহরের ভবানীপুর ননীগোপাল সংগীত মহাবিদ্যালয়ের ৭৫ তম বর্ষের সংগীত সম্মেলন অনুষ্ঠিত হলো । গোলবাজার রবীন্দ্র ইনস্টিটিউট এ এদিন উদ্বোধনী সংগীত ও পর্যায়ক্রমিক মহাবিদ্যালয় এর ছাত্র-ছাত্রীদের দ্বারা অনুষ্ঠান সূচনা করে। এদিন গানের সিডি উদ্বোধন করেন কল্যাণী বসু।

অতিথি শিল্পী হিসেবে উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করেন স্বামী কৃপা করানন্দ মহারাজ। শিল্পীর উপস্থাপনায় মোহিত হয়ে যান উপস্থিত শ্রোতারা। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত তবলা বাদক পন্ডিত স্বপন চৌধুরীর তবলা বাদনে মোহিত হন উপস্থিত দর্শকরা। শিল্পীর সাথে হারমোনিয়ামে ছিলেন হিরন্ময় মিত্র।

অনুষ্ঠানের সংবর্ধনা দেয়া হয় খড়্গপুর জি আর পি পুলিশ সুপার দেবশ্রী সান্যাল ও খড়্গপুর শহরের বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার দাশগুপ্তকে। এদিন অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত চিকিৎসক ডাঃ অনুপ কুমার মল্লিক এবং কৌশিক চক্রবর্তী। বাদ্যযন্ত্রের সকলের মন কেড়ে নেন তবলায় বিভাস সাংহাই, হারমোনিয়ামে প্রদীপ পালিত, জয়া সনগিরি। অনুষ্ঠান পরিকল্পনায় ছিলেন সম্পাদক সজল বসু ও সভাপতি ডাঃ অনুপ কুমার মল্লিক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অজয় চক্রবর্তী, পালোমা দাস (মিত্র) ও অর্ণব চক্রবর্তী।

Latest