পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : সোমবার রাত্রি সাড়ে নটা নাগাদ আচমকা একটি হাতি খড়্গপুর এক নম্বর ব্লকের কলাইকুন্ডা এয়ার ফোর্সের ভিতরে ঢুকে পড়ে। ওই হাতিটি এয়ার ফোর্স এর ভিতর ঢুকে ব্যাপক তাণ্ডব চালায় বলে সূত্রের খবর। যার ফলে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এয়ার ফোর্স এর মধ্যে। হাতি টি এয়ার ফোর্সের ভিতর ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন এয়ার ফোর্সের কর্মীরা। এয়ার ফোর্সের ভিতরে কিভাবে ঢুকলো তা নিয়ে চিন্তায় পড়েছেন এয়ার ফোর্স কর্তৃপক্ষ। তবে বেশ কিছুক্ষণ হাতিটি এয়ার ফোর্সের ভিতর তাণ্ডব চালিয়ে খড়্গপুর কলাইকুন্ডা বাজারের দিকে চলে যায়। যেখানে সাধারণ মানুষ কোনভাবেই প্রবেশ করতে পারে না, সেখানে কড়া নিরাপত্তার মধ্যে থাকা কলাইকুন্ডা এয়ার ফোর্সের এর ভিতর কিভাবে হাতি ঢুকে পড়ল তা নিয়ে এয়ার ফোর্স এর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।