নিজস্ব সংবাদদাতা : সোমবার বিকেলে নদীয়ার শান্তিপুর থানার বাগআছড়া এলাকায় রান্নার মশলা তৈরির কারখানায় হানা দেয় শান্তিপুর থানার পুলিশ। গোপন সূত্রে পুলিশ জানতে পারে রমরমিয়ে চলছে ভেজাল মশলা তৈরির প্রক্রিয়া। হানা দেয় পুলিশ আর তাতেই ২ হাজার ২০০ কিলো নকল হলুদ সহ উদ্ধার হয় বিপুল পরিমাণ ভেজাল হলুদ গুঁড়ো, রং, চালের গুঁড়ো, কাঁচা গলুদ। ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে পরিতোষ মল্লিক এবং লোকনাথ সাহা নামে দু’জন ব্যক্তিকে। জানা যায় এই ভেজাল মশলা তৈরির কারখানার মালিক হলেন লোকনাথ সাহা। শান্তিপুর থানার পুলিশ ঘটনা সম্পর্কে বলেন, “আমরা জানতে পেরেছিলাম নকল মশলা তৈরি হচ্ছিল। ১০০ কিলো হলুদ গুঁড়োয় দশ কিলো আসল হলুদ ছিল। তার মধ্যে ৭০০ গ্রাম লাল রঙ ছিল। আর ২ কেজি লাল রঙ ঢালছিল। তারপর মেশানো হচ্ছিল আটা। সেই হলুদ গুঁড়ো কম দামে বিক্রি করা হচ্ছিল বাজারে। এই হলুদের রঙ একটু ফিকে। সেই দেখেই আমরা বুঝতে পারি।”