Skip to content

নির্বাচনের মাঝে ফের দুই আধিকারিককে সরাল নির্বাচন কমিশন!

নিজস্ব সংবাদদাতা : গত সোমবার পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার কে সরিয়ে দেয় কমিশন। এবার ফের দুই আধিকারিককে সরাল নির্বাচন কমিশন। লোকসভা নির্বাচনের মাঝে অতিরিক্ত জেলাশাসক (বসিরহাট) এবং দক্ষিণ কলকাতায় জেলা নির্বাচনী আধিকারিককে সরানোর নির্দেশ দেওযা হয়েছে। তাঁদেরও নির্বাচন সংক্রান্ত কোনও কাজে লাগানো যাবে না। বুধবার দুপুর তিনটের মধ্যে ওই পদে নিযুক্ত করা যাবে এমন ৩ জন IAS অফিসারের নাম প্রস্তাব করতে বলা হয়। ইতিমধ্যে নতুন জেলাশাসকের নাম জানিয়েছে কমিশন। দক্ষিণ কলকাতায় জেলা নির্বাচনী আধিকারিক ছিলেন IAS অফিসার রশ্মি কমল। এছাড়া অতিরিক্ত জেলাশাসক (বসিরহাট) পদে থাকা IAS অফিসার দিব্যা লোঙ্গানাথনকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁদের পদ থেকে সরানো হল ঠিক কী কারণে তা অবশ্য এখনও স্পষ্ট নয়। নির্বাচন এর আগে ভোটের মাঝে কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয় তীব্র চাপানউতোর। বিজেপি অঙ্গুলিহেলনে এসব কাজ করছে কমিশন বলেই দাবি করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তার আগে কাঁথির ভূপতিনগর ও পটাশপুর থানার ওসিকেও সরানো হয়েছিল। পুরুলিয়ার পুলিশ সুপার এবং কাঁথির মহকুমা পুলিশ আধিকারিককেও সরিয়ে দেওয়া হয়।

Latest