দুর্গাপুর নিজস্ব সংবাদদাতা : ঘন্টাখানেকের প্রবল ঝড়বৃষ্টিতে ফের কার্যত লন্ডভন্ড হল শিল্প শহর দুর্গাপুর। পুর তিনটে নাগাদ আকাশ কালো হয়ে মেঘ জমে।মঙ্গলবার দুপুরেই অন্ধকার নেমে আসে শিল্প শহরে। মঙ্গলবার বিকালে প্রবল ঝড় বৃষ্টিতে কার্যত বিপর্যয় নেমে আসে শিল্প শহরে। রাজ্য সরকারের উদ্যোগে দুর্গাপুরের পলাশডিহাতে “” দুর্গাপুর হাট “” এ হস্তশিল্পমেলার আয়োজন।কয়েকদিন আগেই শুরু হয় এই মেলা।এরপর শুরু হয় তীব্র গতিতে প্রবল ঝড়। সাম্প্রতিক অতীতে ঝড়ের এই বেগ প্রত্যক্ষ করেনি দুর্গাপুর। এর সাথে শুরু হয় বৃষ্টি। প্রবল ঝড় বৃষ্টিতে কার্যত বিপর্যয় নেমে আসে শিল্প শহরে। রাজ্য সরকারের উদ্যোগে দুর্গাপুরের পলাশডিহাতে “” দুর্গাপুর হাট “” এ হস্তশিল্পমেলার আয়োজন।কয়েকদিন আগেই শুরু হয় এই মেলা।এই মেলার জন্য রাস্তায় থাকা বাঁশের তৈরি গেট ভেঙে পড়ে।মেলার ভেতরে বহু কিছু নষ্ট হয়ে যায়।বহু সামগ্রী ক্ষতিগ্রস্থ হলে শিল্পীদের কপালে ভাঁজ পড়ে।