Skip to content

"মা" -- শ্যামলী রক্ষিত

ছায়ার মত নির্লিপ্ত ভালোবাসায়
ফিরিয়ে দাও জীবনের প্রতি মুহূর্ত
জীবন্ত উচ্ছ্বাসে - - -
পূর্ণ কলসির মত অনাবৃত স্নিগ্ধ মায়ায়
ছেয়ে রাখো খর মধ্যাহ্ন প্রহর -- -
কতদিন সেই স্পর্শ পাই না মা - -
কত দিন সেই ডাক ভেসে আসে না কানে
তবু প্রতিটা প্রভাত নতুন হয় আজো
তোমার অসমাপ্ত প্রতিটা গানে - - -

Latest

পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর অর্জুনী পল্লী উন্নয়নী জ্ঞান মন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবির  কর্মসূচী!