Skip to content

১০ বছর পর জয় বেঙ্গল টাইগার্সের,টিমকে সংবর্ধনা বাংলার মুখ্যমন্ত্রী!

নিজস্ব সংবাদদাতা : ১৭ মার্চ, রবিবার গোটা টলিউড ইন্ডাস্ট্রির নজর ছিল CCL অর্থাৎ, সেলিব্রিটি ক্রিকেট লিগের দিকে। একঝাঁক টলিউড অভিনেতার শুধু অংশগ্রহণই নয়, এই জয় ইন্ডাস্ট্রি তথা বাংলার গর্ব। ফিল্ম ইন্ডাস্ট্রির একঝাঁক তারকাদের তুমুল ব্যস্ততা ছিল জমজমাট ম্যাচ নিয়ে। দীর্ঘ বছরের স্বপ্নপূরণ হয়েছে ২০২৪- এ। যিশু সেনগুপ্তের অধিনায়কত্বে বেঙ্গল টাইগার্সের পারফরম্যান্স ছিল জাস্ট ফাটাফাটি। প্রতিযোগীতায় চ্যম্পিয়নও হয়ে সকলকে দেখিয়ে দিয়েছে যিশু সেনগুপ্তের টিম। বাংলার জয়ে গর্বিত খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেঙ্গল টাইগার্স টিমের সদস্যদের সঙ্গে দেখা করে সংবর্ধনা দিলেন। লোকসভা ভোটের চরম ব্যস্ততা। এর মাঝেই বাংলার গর্ব বেঙ্গল টাইগার্স টিমের সকল সদস্যদের সংবর্ধনা দিলেন।সমাজমাধ্যমের পেজে ছবি শেয়ার করে মুখ্যমন্ত্রী লেখেন, 'বাংলার সঙ্গে ক্রীড়া জগৎ এক অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ। বিভিন্ন খেলায় আমাদের বাংলার ছেলে-মেয়েরা দীর্ঘদিন ধরে দেশ তথা রাজ্যের নাম উজ্জ্বল করে আসছে। আজ সেলিব্রিটি ক্রিকেট লিগের বিজয়ী বেঙ্গল টাইগার্সের সদস্যদের সংবর্ধনা প্রদান করলাম। তাঁরা একাধারে শিল্প-সংস্কৃতি জগতে যেমন বাংলাকে শ্রেষ্ঠত্বের সিংহাসনে বসিয়েছেন, তেমনই আজ ক্রীড়া জগতেও নিজেদের নাম আলোকিত করে এলেন। 

Latest