Skip to content

জম্মু ও কাশ্মীরের শ্রীগনগরের নওগাম থানায় ভয়াবহ বিস্ফোরণ,আবারও রক্তাক্ত ভূস্বর্গ!

1 min read

নিজস্ব সংবাদদাতা :  ১৪ই নভেম্বর শুক্রবার রাতে ভয়াবহ বিস্ফোরণ জম্মু ও কাশ্মীরের শ্রীগনগরের নওগাম থানায়।অন্তত মৃত হয় ৯ জন,আহত ২৯জন,বেশিরভাগই পুলিশকর্মী।রেড ফোর্ট বিস্ফোরণ সংশ্লিষ্ট সন্ত্রাসী মডিউলের বিস্ফোরক রাখা ছিল। বিস্ফোরণের আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের বিল্ডিং ও যানবাহনে। বিস্ফোরণের পর পুলিশ স্টেশন এবং আশপাশের বেশ কয়েকটি যানবাহনে আগুন লেগে যায়।

9 dead in J&K blast: CCTV shows moment 'white-collar' module explosives  exploded inside Nowgam police station; chilling video shows impact |  Srinagar News - The Times of India

রাতের একটের আগেই ঘটনাস্থলে বহু অ্যাম্বুলেন্স এবং ফায়ার টেন্ডার পাঠানো হয়। শীর্ষ পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারাও দ্রুত নওগামে পৌঁছান। নিরাপত্তার কারণে এলাকার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরের শ্রীগনগরের নওগাম পুলিশ স্টেশনটি সম্প্রতি Jaish-e-Mohammad (JeM)-এর আন্তঃরাজ্য সন্ত্রাসী মডিউলের তদন্তের কেন্দ্রবিন্দু ছিল। গত সপ্তাহে ফরিদাবাদ (হরিয়ানা) এবং সাহারানপুর (উত্তরপ্রদেশ) থেকে মডিউলের তিন জন চিকিৎসককে গ্রেফতার করা হয়।

9 Dead After Accidental Blast at Police Station in Kashmir - The New York  Times

তবে রেড ফোর্ট বিস্ফোরণের দায়িত্বে থাকা চতুর্থ সদস্য উমর নবি পালিয়ে যায়।পুলিশের তদন্ত অনুযায়ী, অক্টোবর মাসে নওগাম এলাকার কিছু স্থানে JeM সম্পর্কিত পোস্টার দেখা যায়। স্থানীয় একটি সমস্যার তদন্ত শুরু হলেও শেষ পর্যন্ত পুলিশ সন্ত্রাসী মডিউলের সন্ধান পায়। অভিযানের সময় অভিযুক্ত চিকিৎসকদের কাছ থেকে ৩৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়। এটি প্রায় ২,৯০০ কেজি সন্দেহজনক বিস্ফোরক উপাদানের অংশ ছিল, যার মধ্যে পটাশ, ফসফরাস, রাসায়নিক পদার্থ, জ্বলনশীল পদার্থ, ইলেকট্রনিক সার্কিট, ব্যাটারি, তার, রিমোট কন্ট্রোল, টাইমার এবং ধাতব পাতাও রয়েছে। পুলিশ এখনো জানায়নি কতটা পদার্থ নওগামে স্থানান্তরিত করা হয়েছিল।

Latest