নিজস্ব সংবাদদাতা : শনিবার ভোর থেকেই কলকাতায় যুবভারতীর সামনে লম্বা লাইন, বাইপাসের রাস্তায় চলল মেসির নামে স্লোগান, কলকাতা সেজেছে আর্জেন্টিনার জার্সিতে।

শুক্রবার রাত আড়াইটে নাগাদ কলকাতায় পা রাখলেন তিনি।যুবভারতী ক্রীড়াঙ্গন । প্রত্যাশিত বিপুল ভিড় সামাল দিতে আগাম প্রস্তুতিও শুরু করেছে কলকাতা পুলিশ । মেসি-সংক্রান্ত অনুষ্ঠানের দিন যুবভারতী ও তার আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক বিধিনিষেধ জারি করা হয়েছে।


শুক্রবার রাত আড়াইটে নাগাদ দমদম বিমানবন্দরে নামেন ফুটবলের ম্যাজিশিয়ান। ২০১১ সালের পর আবার ২০২৫। ১৪ বছর পর ফের কলকাতায় আর্জেন্টাইন তারকা। রাত ১২.৫০ মিনিটের প্রাইভেট জেটে আসার কথা ছিল মেসির। আড়াইটে নাগাদ কলকাতায় পা রাখেন। নীল ট্রাউজারের ওপর নীল ব্লেজার। ভেতরে গোল গলা সাদা টি-শার্ট।

হাতে একটি কালো ছোট ব্যাগ। মুখে লেগে ট্রেডমার্ক লাজুক হাসি। ঘড়ির কাটায় তখন আড়াইটে বেজে গিয়েছে। কিন্তু একগাল হাসি নিয়েই বিমানবন্দর থেকে বেরোতে দেখা যায় বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ককে।

মেসির এক ঝলক পেতে বিমানবন্দরের বাইরে কাতারে কাতারে মানুষ অপেক্ষা করছিল।১১.১৫ নাগাদ যুবভারতীর উদ্দেশে রওনা দেবেন। সাড়ে এগারোটায় যুবভারতীতে উপস্থিত হবেন শাহরুখ খান। থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সৌরভ গাঙ্গুলি।