পশ্চিম মেদিনীপুর, সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর পৌরসভার ১৪ (14) নম্বর ওয়ার্ড কাউন্সিলর অর্পিতা রায় নায়েক সাংবাদিক বৈঠক করে ওয়ার্ডের বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরলেন। সাংবাদিক বৈঠক করে তিনি বছর তিনেক ওয়ার্ডের বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরেছেন। ওয়ার্ডের জল-রাস্তা-ড্রেন-স্বাস্থ্য-আলো বিভিন্ন উন্নয়নে তাঁর ভূমিকা তুলে ধরেছেন। ঠিক তেমনি প্রায় এক কোটি টাকার নতুন প্রকল্পের কাজ করার দাবি পত্র জমা দিলেন। তিনি আরো বলেন ইতিমধ্যে ওয়ার্ডের বিভিন্ন জায়গায় চলছে জলের পাইপ ও মিটার লাগানোর কাজ সেক্ষেত্রে কিছু কিছু জায়গার রাস্তা বেহাল হয়ে পড়েছে কিন্তু কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেই তিনি পুরো রাস্তা একদম ঢালাই কংক্রিট করে দেবেন। এই কাজের টেন্ডার হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা। ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অর্পিতা রায় নায়ক সমস্ত তথ্য পাশাপাশি কাগজপত্র তুলে দেন এই সাংবাদিক বৈঠকে।