Skip to content

ভোটাধিকার রক্ষায় লড়াই : ৮০ বছরের বৃদ্ধা মঞ্জু বিবি ও তাঁর দুই প্রতিবন্ধী সন্তানকে SIR শুনানিতে ডেকে চরম হয়রানির অভিযোগ?

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : জেলায় SIR-এর বিভিন্ন ত্রুটি সংক্রান্ত বিষয় নিয়ে শুনানি শুরু হয়েছে। মেদিনীপুর পৌরসভার অন্তর্গত ২ নম্বর ওয়ার্ডের সিপাই বাজার এলাকার বাসিন্দা ৮০ বছরের বৃদ্ধা মঞ্জু বিবি ও তাঁর দুই প্রতিবন্ধী সন্তানকে SIR শুনানিতে ডেকে চরম হয়রানির অভিযোগ উঠল। অসুস্থ শরীর ও শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও শুনানির নোটিশ পেয়ে শনিবার সকাল ১১টা নাগাদ শুনানি কেন্দ্রে হাজির হতে হয় পরিবারটিকে। মঞ্জু বিবির জন্ম ১৯৪৫ সালে। তিনি জানিয়েছেন, ১৯৭০ সাল থেকেই নিয়মিত ভোট দিয়ে আসছেন। তাঁর পাঁচ সন্তানের মধ্যে তিনজনই প্রতিবন্ধী।

অথচ ২০০২ সালের ভোটার তালিকা থেকে রহস্যজনকভাবে পরিবারের সকলের নাম বাদ পড়ে। সেই কারণেই সম্প্রতি পরিবারের প্রত্যেকের নামে শুনানির নোটিশ পৌঁছেছে। নোটিশ পেয়েই চরম উদ্বেগে অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধা মঞ্জু বিবি। তবুও দুই দৃষ্টিহীন সন্তানকে সঙ্গে নিয়ে শুনানি কেন্দ্রে হাজির হতে বাধ্য হন। মঞ্জু বিবির অভিযোগ,ভোট শুরু হওয়ার দিন থেকেই ভোট দিয়ে আসছি। আমার কাছে ভিসা, পাসপোর্ট, বাড়ির দলিল—সব নথি রয়েছে। তা সত্ত্বেও কীভাবে ২০০২ সালে নাম বাদ গেল, বুঝতে পারছি না। বয়স্কদের বাড়িতে শুনানির কথা বলা হলেও বাস্তবে তা মানা হচ্ছে না। মঞ্জু বিবির দৃষ্টিহীন ছেলে সেক হালিম জানান“চোখে দেখতে পাই না, গোটা শরীর কাঁপে।

তার পরেও শুনানির নোটিশ পেয়ে আসতে হয়েছে। খুব কষ্ট হচ্ছে, কিন্তু উপায় নেই।”এদিকে এই ঘটনাকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন মেদিনীপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালী ব্যানার্জী। তাঁর অভিযোগ,নির্বাচন কমিশনের নির্দেশিকাগুলো শুধু কাগজে-কলমে।

বাস্তবে বয়স্ক, বৃদ্ধ-বৃদ্ধা ও প্রতিবন্ধী মানুষদেরই সবচেয়ে বেশি হয়রানির শিকার হতে হচ্ছে।”এই ঘটনাকে কেন্দ্র করে SIR শুনানির প্রক্রিয়া ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Latest