Skip to content

আরজি করের ঘটনার প্রতিবাদে মেদিনীপুর শহরে মেডিক্যাল কলেজের বাড়ছে আন্দোলনের ঝাঁঝ!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : আরজি কর মেডিক্যাল হাসপাতাল তিলোত্তমা খুন-ধর্ষণে সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিকে মঙ্গলবার সন্ধ্যার সময় প্রজ্জ্বলিত মোবাইল হাতে "আমরা করবো জয়" গানের মধ্য দিয়ে প্রতিবাদে সোচ্চার মেদিনীপুর মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীরা। মঙ্গলবার থেকে তাদের সাথে আন্দোলনে সামিল হয়েছে হাসপাতালের নার্সিং স্টাফরাও। মঙ্গলবার মেদিনীপুর মেডিক্যালে সারাদিন অবস্থান ও কর্মবিরতির পাশাপাশি সন্ধ্যায় একটি প্রতিবাদ মিছিল করা হয় শহর জুড়ে। মিছিল জেলাশাসক দপ্তরের সামনে গিয়ে পৌঁছাতে বাড়ে প্রতিবাদের ঝাঁঝ। সেখানে রাস্তা অবরোধ করে দেওয়া হয় "We Want justice", ধিক ধিক ধিক্কার শ্লোগান। তারই পাশাপাশি চিকিৎসক পড়ুয়া ও নার্সরা নিজেদের মোবাইলের আলো জ্বেলে সুর তোলেন "আমরা করব জয়" "We Shall Overcome" গানের।

0:00
/0:51

মঙ্গলবার প্রতিবাদের গানের মধ্য দিয়ে আন্দোলনে মেদিনীপুর মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীরা

Latest