Skip to content

আসানসোলের মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে ভাঙচুর!

1 min read

নিজস্ব সংবাদদাতা: আসানসোলের আপকার গার্ডেনে মন্ত্রী মলয় ঘটকের বাসভবনে হঠাৎ করে ইট নিয়ে ঢুকে পড়ে এক যুবক। বাসভবনে অফিসের টেবিল ভাঙতে শুরু করে। টুকরো টুকরো হয়ে যায় টেবিলের ওপরের কাচ।এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে বলা হয়, তাঁরা সঠিক কিছু বলতে পারবে না বিষয়টি সম্পর্কে। তাঁরা সবাই ওপরে ছিলেন। হঠাৎ শুনতে পান দুম দুম করে খুব জোড়ে আওয়াজ হচ্ছে।ঘটনাস্থলে আসে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী। আসেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস, এসিপি সেন্ট্রাল বিশ্বজিৎ নস্কর।ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

Latest