Skip to content

চলন্ত বাইক আরোহীর থেকেই নিমেশে কেড়ে নেওয়া হচ্ছে ফোন,বাদ যাচ্ছে না পুলিশও!

নিজস্ব সংবাদদাতা : জাতীয় সড়কে মোবাইল ছিনতাইয়ের ঘটনা নতুন নয়। একাধিকবার এমন ঘটনার নজির রয়েছে। কিন্তু, চলন্ত বাইক বা স্কুটার আরোহীর পকেট থেকে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় বিস্মিত অনেকেই। তাও আবার কিনা পুলিশের পকেট থেকে মোবাইল ছিনতাই!১৯ নম্বর জাতীয় সড়কে অন্ডাল থেকে আসানসোল পর্যন্ত প্রায় ৩০ কিমি রাস্তায় অভিনব কৌশলে বাইক ও স্কুটার আরোহীদের পকেট থেকে মোবাইল ছিনিয়ে পালিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। সম্প্রতি দুর্গাপুর থানার এক পুলিশ আধিকারিকের সঙ্গে মোটরবাইকে আসানসোল যাচ্ছিলেন এক সিভিক ভলান্টিয়ার। হঠাৎ পিছন থেকে ধেয়ে আসা একটি বাইকের দুই আরোহী ওই সিভিক ভলান্টিয়ারের পকেট থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে চম্পট দেয়।সঙ্গে সঙ্গে এই খবর ছড়িয়ে দেওয়া হয় সমস্ত থানাকে। শুরু হয়ে যায় নাকা চেকিং। কিন্তু খোঁজ মেলেনি বাইক আরোহী দুই দুষ্কৃতীর। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের গোয়েন্দা দপ্তর ছিনতাই হওয়া মোবাইলের লোকেশন জানতে ট্র্যাক করছে। এক ঘটনা ঘটেছে আর এক মোটর বাইক আরোহীর সঙ্গেও। ওই বাইক আরোহীর মোবাইলও উদ্ধার হয়নি। ধরা পড়েনি দুষ্কৃতীরাও।

Latest