Skip to content

ভোটের ময়দানে নেমে পড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়,১৬ই জানুয়ারি জনসভাতে আসছেন মেদিনীপুর শহরে!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী :  নতুন বছর পড়তে না-পড়তেই ভোটের ময়দানে নেমে পড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।২০২৬ সালের প্রথম সপ্তাহেই তিনি জেলা সফর শুরু করে দিয়েছে উত্তরবঙ্গ থেকেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় ২০২৩ তাহলে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে উত্তর থেকে দক্ষিণ নব জূয়ার যাত্রা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ২০২৬ শের নির্বাচনে এক অন্যরূপে কর্মসূচি হচ্ছে। কোথাও জনসভা আবার কোথাও রোড শো। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এ বার নতুন স্লোগান বাঁধল তৃণমূল শিবির। ‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’তারই সঙ্গে প্রকাশ করা হয়েছে নতুন লোগো-। আর এই স্লোগানকে সামনে রেখে আগামী ২৬ এর নির্বাচনের লড়াই প্রস্তুতির শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের যুব নেতা।

২০১৯ সালের লোকসভা ভোটের সময় থেকে পশ্চিমবঙ্গে ক্ষমতা বিস্তার শুরু হয়েছিল বিজেপির। তার পরে ২০২১ সালের বিধানসভা ভোট ছিল তৃণমূলের কাছে শক্তি প্রদর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ। ওই বছরের বিধানসভা ভোটের আগে ‘বহিরাগত তত্ত্বে’ শান দিয়ে তৃণমূল স্লোগান বেঁধে দিয়েছিল ‘বাংলা নিজের মেয়েকেই চায়’।

২০২১ সালের ভোটে রাজ্যের বিধানসভায় বিজেপি আসনসংখ্যা বৃদ্ধি করেছিল ঠিকই, তবে তৃতীয় বারের জন্য সরকার গড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরে গত বছরের লোকসভা নির্বাচনের সময়েও বিজেপিকে আক্রমণ করে স্লোগান বাঁধে তৃণমূল। রাজ্যবাসীর অধিকাররক্ষা’র বার্তা দিয়ে লোকসভা ভোটের মুখে বেঁধে দেওয়া হয়েছিল ‘জনগণের গর্জন, বাংলা-বিরোধীদের বিসর্জন’ স্লোগান।

২০২৬ শে আবার বিধানসভা ভোটের মুখে নতুন স্লোগান বেঁধে দিল রাজ্যের শাসকদল। এই মেদিনীপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করে জানান পশ্চিম মেদিনীপুর জেলা যুব কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তী। আগামী ১৬ই জানুয়ারি ২০২৬ মেদিনীপুর শহরের কলেজ কলিজের মাঠে সর্বভারতীয় তৃণমূলের কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি ঐতিহাসিক জনসভা তে আসছেন। সেই দিন একাধিক চমক থাকবে বলে জানান নির্মল্যা চক্রবর্তী।

Latest