Skip to content

এনআইটি নোংরা আবর্জনা ভরে গিয়েছে কলেজ ও হস্টেল চত্বর!

1 min read

নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির নোংরা আবর্জনা ভরে গিয়েছে কলেজ ও হস্টেল চত্বর। বাথরুম ব্যবহার করা যাচ্ছে না বলে অভিযোগ করছেন পড়ুয়ারা। গত চারদিন ধরে কলেজের সাফাইকর্মীরা কাজ বন্ধ রেখে বিক্ষোভে নামায় এই পরিস্থিতি বলে জানা গিয়েছে।গত তিনদিন কলেজের ভিতরে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। সোমবার সকাল থেকে কলেজের মূল গেটের বাইরে অবস্থান বিক্ষোভ চলছে সাফাইকর্মীদের। তাঁদের অভিযোগ, ঠিকাদার সংস্থাকে সমস্যার কথা বলা হয়েছে। কিন্ত তাদের কোনও হেলদোল নেই।জানা গিয়েছে, এনআইটি কলেজে ২০১ জন সাফাইকর্মী আছেন। প্রত্যেকে একটি ঠিকাদার সংস্থার অধীনে কাজ করেন।কলেজের এক প্রশাসনিক আধিকারিক শ্রীকৃষ্ণা রাই বলেন, ‘ঠিকাদার সংস্থার সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।

Latest