নিজস্ব প্রতিবেদন : রাস্তায় গাড়ি চালাতে গেলে চালকদের মানতে হবে কেন্দ্রের নয়া নিয়ম। রাস্তায় দুর্ঘটনা ঘটলে চালকদের জেলও হবে। দুর্গাপুরে তেল ডিপোর সামনে বিক্ষোভ ট্য়াঙ্কার চালকদের। পাশাপাশি জরিমানা হিসেবে গুনতে হবে লাখ লাখ টাকা। কেন্দ্রীয় সরকারের নতুন এই নিয়মের জেরে বিপাকে পড়েছেন কাঁকসা থানার রাজবাঁধ সংলগ্ন তিনটি রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থার ডিপোর ট্যাঙ্কার চালকরা। এবার তাই কেন্দ্রীয় সরকারের নতুন নিয়মের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সকাল থেকে কাজ বন্ধ করে দিলেন হাজারেরও বেশি ট্যাঙ্কার চালক। পাশাপাশি ওই তিনটি তেল সংস্থার ডিপোর সামনে বিক্ষোভও শুরু হয়েছে।বিক্ষোভকারী চালকদের দাবি, কেন্দ্রীয় সরকার যে নতুন নিয়ম করেছে, সেই নিয়ম মানতে গেলে কোনও চালক আগামীদিনে গাড়ি চালাতেই চাইবেন না।
এমনিতেই চালকদের জীবনে ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। তার ওপর নতুন করে নিয়ম লাগু করায় সমস্যায় পড়তে হয়েছে চালকদের। নতুন আইনে চালকদের প্রতি অবিচার করা হচ্ছে বলে অভিযোগ। তাই যতদিন না কেন্দ্রীয় সরকার নতুন নিয়ম প্রত্যাহার করছে, ততদিন তাঁদের আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গাড়ির চালকরা। চালকদের বিক্ষোভের জেরে দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া,পশ্চিম মেদিনীপুর,পূর্ব মেদিনীপুর ও বীরভূম জেলায় তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আর এমনটা হলে তৈরি হতে পারে বড়সড় সমস্যা।