নিজস্ব সংবাদদাতা,কলকাতা: বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর এ বছর উঠলো ফরাসি তারকা উসমান দেম্বেলের হাতে। বর্ষসেরা ফুটবলারের শিরোপা পেলেন ফ্রান্স তারকা। দীর্ঘদিন ধরে ধারাবাহিক পারফরম্যান্স, ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে অনবদ্য নৈপুণ্যের স্বীকৃতি স্বরূপ দেম্বেলেকে ২০২৫ সালের সেরা ফুটবলারের মর্যাদা দিল ফুটবল বিশ্ব। সোমবার রাতে প্যারিসে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দেম্বেলে যখন সোনালি ট্রফিটি হাতে তোলেন, তখন তাঁর চোখেমুখে ছিল গর্ব আর আবেগের ছাপ।

২০২২ সালের পর দ্বিতীয় ফরাসি হিসাবে ব্যালন ডি’অর জিতলেন দেম্বেলে। দেম্বেলে বলেন,“বেঞ্জেমা প্রথমবার মানুষের ব্যালন ডি’অর জিতেছিল। আমি দ্বিতীয়বার জিতলাম।” চোখে জল সামলে নিয়ে জানালেন, “আমি কাঁদতে চাইনি। কিন্তু যখনই পরিবারের কথা বলতে গিয়েছি, যারা আমার পাশে থেকেছে তাদের কথা ভেবেছি, তখন আর চোখের জল আটকাতে পারিনি। আমি কোনওদিন এই ট্রফি জেতার জন্য আলাদা করে চেষ্টা করিনি। তবে এই ট্রফি পেয়ে আমি খুবই খুশি।” এই পুরস্কারের দৌড়ে দেম্বেলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন স্পেনের বিস্ময়-বালক লামিনে ইয়ামাল, যিনি এ বছর চমকপ্রদ পারফরম্যান্সে নজর কেড়েছিলেন বিশ্বব্যাপী। তবে অভিজ্ঞতা, পরিণত খেলা ও গুরুত্বপূর্ণ ম্যাচে দেম্বেলের নির্ভরযোগ্যতাই শেষ পর্যন্ত তাঁকে এগিয়ে রাখলো। দেম্বেলে এই পুরস্কার জিতে ফুটবল ইতিহাসে নিজের নাম তুলে নিলেন সোনার অক্ষরে। এবারই প্রথম তিনি ব্যালন ডি’অর জয় করলেন। বিশ্লেষকদের মতে, আগামী দিনে দেম্বেলের এই জয় নতুন প্রজন্মের ফুটবলারদের জন্য এক দৃষ্টান্ত হয়ে থাকবে।
