নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন এর ব্যবস্থাপনায় ২০ও ২১ ডিসেম্বর, ২০২৫ এ মেদিনীপুর মিউনিসিপ্যালিটি নির্মিত ইন্দোর স্পোর্টস কমপ্লেক্স "অন্তরঙ্গন ক্রীড়াঙ্গনে" অনুষ্ঠিত হলো ইন্ট্রার ডিস্ট্রিক্ট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৫ ।

এই অনুষ্ঠান এর শুভ সূচনা করেন মেদিনীপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সৌমেন খান, উপস্থিত ছিলেন গ্রিফিন ইন্টারনেশন স্কুল এর চেয়ারম্যান অভিষেক যাদব, প্রখ্যাত সমাজসেবী মদন মোহন মাইতি, ডিস্ট্রিক্ট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন এর সভাপতি আশীষ চক্রবর্তী, কার্যকরী সভাপতি অনুপ ব্যানার্জী সহ সকল কর্মকর্তা।এই বয়স ভিত্তিক প্রতিযোগিতায় ২ দিন ধরে বিভিন্ন বিভাগে প্রায় ৯০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।

এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১১, অনূর্ধ্ব ১৩, অনূর্ধ্ব ১৫, অনূর্ধ্ব ১৭, অনূর্ধ্ব ১৯ ও সর্বসাধারণের জন্য বিভাগ ছাড়াও সদ্য নতুন খেলা শিখেছে এইরকম খেলোয়াড় দের জন্য হোপ বিভাগ এর ব্যবস্থা ও করা হয়, তাছাড়া ও বয়স্ক খেলোয়াড় দের জন্য ৪৫ ঊর্ধ্ব,৬০ ঊর্ধ্ব, বিভাগ এ খেলা হয়।

মেদিনীপুর স্পোর্টসম্যান রিক্রিয়েশন ক্লাব এর সৌমাভ আশ অনূর্ধ্ব ১৭, অনূর্ধ্ব ১৯ ও সর্বসাধারণের জন্য বিভাগ বিজয়ী হয়, খড়গপুর ট্রাফিক রিক্রিয়েশন ক্লাব এর আরিকা আনজুম অনূর্ধ্ব ১৭ ও অনূর্ধ্ব ১৯বিভাগে রানারআপ হয়।
অনূর্ধ্ব ১১ ও অনূর্ধ্ব ১৫ বিভাগে জয়লাভ করে মেদিনীপুর এর সমাদ্রিতা হাঁস , অনূর্ধ্ব১১ রানার আপ হয় খড়গপুর এর আরফা আনজুম ও অনূর্ধ্ব ১৫ এ রানার আপ হয় খড়গপুর এর তৃপর্না বেরা, অনূর্ধ্ব ১৩ বিভাগে জয়লাভ করে খড়গপুর এর তৃপর্ণ বেরা, ও রানার আপ হয় মেদিনীপুর এর আদ্রিজা খাঁড়া, এছাড়া মাস্টার্স খেলোয়াড়রা ৩০-৪৫ বিভাগে খড়গপুর এর শ্রীপর্ণা নন্দ বিজয়ী, ৪৫+ - ৬০ বিভাগে রাজীব দত্ত ও ৬০+ -৭০ বিভাগে মানস চক্রবর্তী জয়লাভ করেন।

দুই দিন ধরে চলা এই প্রতিযোগিতায় চিফ রেফারির ভূমিকা পালন করেন মেদিনীপুর জেলার সফল টেবিল টেনিস খেলোয়াড় শ্রীপর্ণা নন্দ। খড়গপুর ও মেদিনীপুরের অনেক ক্রীড়াপ্রেমী মানুষজন ও বিভিন্ন ক্লাব এর কর্মকর্তারা প্রতিযোগীদের উৎসাহিত করতে উপস্থিত হয়েছিলেন।