Skip to content

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার দুই পড়ুয়ার রাজ্য স্কুল গেমসে যোগাসনে সাফল্য অর্জন !

1 min read

নিজস্ব সংবাদদাতা : ঘাটাল মহকুমার দুটি স্কুলের ছাত্র ও ছার্ত্রী দীপাঞ্জন জানা এবং কেয়া দাস, রাজ্য এবং জাতীয় যোগা প্রতিযোগিতায় দক্ষতা অর্জন করেছে। তারা সম্প্রতি 68 তম পশ্চিমবঙ্গ রাজ্য স্কুল গেমসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, যেখানে ২৩টি জেলার অনেক প্রতিযোগী কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে অংশগ্রহণ করেছিল। ঘাটাল মহকুমা থেকে আটজন প্রতিযোগীর মধ্যে দীপাঞ্জন এবং কেয়া স্বর্ণপদক অর্জন করে, জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে। দীপাঞ্জন দাসপুর-২ ব্লকের কেশবাচক দেশ গৌরব উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। স্কুলের টিআইসি, তারকেশ্বর ঘোষ বলেছেন, "বালকদের স্বতন্ত্র বিভাগে দুটি স্বর্ণপদক জিতে দীপাঞ্জন আমাদের স্কুলের সুনাম বাড়িয়েছে," প্রধান শিক্ষক সুজিত ব্যানার্জি উল্লেখ করেছেন।

কর্ণাটকের মহীশূরে এনসিইআরটি দ্বারা আয়োজিত জাতীয় যোগ অলিম্পিয়াড ১৮-ই জুন ২০২৪

মজার ব্যাপার হলো, দীপাঞ্জন ও কেয়া দুজনেই চলতি বছরের জুন মাসে জাতীয় পর্যায়ে সাফল্যও অর্জন করেন। কর্ণাটকের মহীশূরে এনসিইআরটি দ্বারা আয়োজিত জাতীয় যোগ অলিম্পিয়াডে, দীপাঞ্জন মধ্যম পর্যায়ের গ্রুপে স্বর্ণ জিতেছে, আর ছার্ত্রী কেয়া মাধ্যমিক পর্যায়ের গ্রুপে স্বর্ণ জিতেছে। এই প্রতিযোগিতায় বাংলার ১৫টি স্কুল থেকে মোট ১৬ জন প্রতিযোগী অংশ নেয়। দীপাঞ্জনের মা, দীপালি জানা এবং কেয়ার মা, সবিতা দাস, প্রতিটি প্রতিযোগিতায় তাদের সন্তানদের ধারাবাহিকভাবে সমর্থন করেছেন।

Latest