Skip to content

বড়দিনের উৎসবে আলোর সেজে উঠেছে মেদিনীপুরের নির্মল হৃদয় আশ্রম চার্চের স্কুল!

1 min read

নিজস্ব সংবাদদাতা : বিশ্বজুড়ে ধুমধাম করে পালিত হয় যিশু খ্রিস্টের জন্মদিন বা বড়দিন।বড়দিনের ভিড়ে জমজমাট মেদিনীপুরের নির্মল হৃদয় আশ্রম চার্চের স্কুল ও মাঠ। বড়দিনের আনন্দ ও মেলায় মেতেছে মেদিনীপুরের নির্মল হৃদয় আশ্রম ক্যাথলিক চার্চ। নির্মল হৃদয় আশ্রম চার্চের মাঠে ৪০ বছর পুরনো এই মেলাকে নিয়ে উৎসাহিত মেদিনীপুরের মানুষ।

২৪ ডিসেম্বর রাত বারোটার পর ক্যারলের মাধ্যমে এবারেও প্রভু যীশুকে স্মরণ করেন খ্রীষ্টান ধর্মাবলম্বীরা ৷ এদিন সকলেই গানের মাধ্যমে ভগবানের কাছে সুখ-শান্তি-সমৃদ্ধির কামনায় প্রার্থনা করেন তাঁরা। বড়দিন (২৫ ডিসেম্বর) থেকে শুরু হয় । বড়দিন উপলক্ষে মেদিনীপুর নির্মল হৃদয় আশ্রমে চার্চের মেলা। মেলায় শিশুদের খেলাধুলা, নানা স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকসজ্জা দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ করে।

এবারের মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের নির্মল হৃদয় আশ্রম স্কুলে ফাদার ভিনসেন্ট লোবো, ভারত সেবাশ্রম সংঘ মহারাজ মিলনানন্দ মহারাজ, রাজদান আল কাদেরী,মেদিনীপুর পৌরসভা পৌরপিতা সৌমেন খান, পৌরসভা উপ-পৌরমাতা মৌ রায়, বিধায়ক সুজয় হাজরা, আবীর আগরওয়াল,গোলক মাঝি, সৌরভ বসু ও চার্চের সদস্যরা। এবারও মেদিনীপুরের ঐতিহাসিক চার্চের মেলা উৎসবের জন্য প্রচুর মানুষের সমাগম হয় ।

সেই কারণে থাকছে বাড়তি নিরাপত্তা। কোন দুর্ঘটনা না ঘটে তার জন্য সি সি টিভি ক্যামেরা লাগানো হয়েছে মেলা প্রাঙ্গণে। ভিড় সামলাতে নাজেহাল কর্তৃপক্ষ।ধর্ম বর্ণ নির্বিশেষে মেদিনীপুরের মানুষ বরাবরই বড়দিনকে নিজের উৎসব হিসেবে গ্রহণ করে এসেছে সেই ঐতিহ্যের ধারাবাহিকতা এবারও অটুট।

Latest