Skip to content

জেলার সমস্ত সোনার দোকানে বসানো হবে অত্যাধুনিক এক সেন্সর ডিভাইস,জানিয়েছেন পুলিশ সুপার ধৃতিমান সরকার!

1 min read

খড়গপুর অপূর্ব মজুমদার: পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশের উদ্যোগে, সম্পূর্ণ বিনামূল্যে আগামী ২৭ জানুয়ারি খড়্গপুর শহরের ১০টি সোনার দোকানে বসানো হবে এই 'সুরক্ষা কবচ' যন্ত্রটি। অভিনব উদ্যোগ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পুলিশ সুপার ধৃতিমান। জেলার সমস্ত সোনার দোকানে বসানো হবে অত্যাধুনিক এক 'সেন্সর ডিভাইস'। যার নাম দেওয়া হয়েছে 'সুরক্ষা কবচ'। জেলা পুলিশের উদ্যোগে, সম্পূর্ণ বিনামূল্যে আগামী ২৭ জানুয়ারি খড়্গপুর শহরের ১০টি সোনার দোকানে বসানো হবে এই 'সুরক্ষা কবচ' যন্ত্রটি। ধাপে ধাপে মেদিনীপুর, দাসপুর, ঘাটাল, গড়বেতা, চন্দ্রকোনা রোডের বিভিন্ন দোকানেও অত্যাধুনিক এই সেন্সর ডিভাইস বসানো হবে। শুক্রবার (১৭ জানুয়ারি) খড়্গপুর শহরের গোলবাজারের একটি দোকানে যন্ত্রটির ব্যবহার প্রণালী দেখানোর পর এমনটাই জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার। আগামী তিন মাসের মধ্যেই জেলার সমস্ত দোকানে এই 'সুরক্ষা কবচ' বসানোর কাজ সম্পূর্ণ করার ইচ্ছে রয়েছে বলেও জানিয়েছেন তিনি। এ বার ডাকাতির ঘটনা রুখতে আধুনিক স্বয়ংক্রিয় মেশিনের ব্যবস্থা করল পশ্চিম মেদিনীপুর পুলিশ। 

কী ভাবে কাজ করবে এই ডিভাইস?

দোকানে যে মেশিনটি বসানো হবে তাতে থাকবে একটি SOS বাটন। কর্মচারীরা দোকানে প্রবেশ করলেই চালু করে দেবেন এই SOS প্রক্রিয়াটি। এই যন্ত্রে আইপি ক্যামেরা লাগানো রয়েছে। এর মাধ্যমেই দোকানের গতিবিধি নজরে রাখতে পারবে সংশ্লিষ্ট এলাকার পুলিশ বাহিনী। অন্যদিকে রাতে দোকান বন্ধ থাকার সময় কাজ করবে একটি ‘মোশন সেন্সর’ ডিভাইস। দোকানে অনধিকার প্রবেশ ঘটলেই মুহূর্তের মধ্যে বার্তা যাবে পুলিশের QAT (Quick Action Team) টিমের কাছে। 

Latest