Skip to content

শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে খাদে উলটে পড়ে যাত্রীবাহী বাস!

নিজস্ব সংবাদদাতা : শনিবার দুপুরে শিলিগুড়ি থেকে যাত্রী নিয়ে গ্যাংটক যাওয়ার পথে রংপোর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উলটে পড়ে যাত্রীবাহী বাস। দুর্ঘটনা ঘটেছে অটল সেতু ভেঙে। বড়সড় দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে যাত্রীদের উদ্ধার করতে সেখানে পৌঁছয় কালিম্পং থানার পুলিশ। দুর্গম এলাকা হওয়ায় যাত্রীদের উদ্ধার করতে উদ্ধারকারীদের প্রতিকূলতার মুখে পড়তে হয়। উদ্ধারে হাত লাগায় সিকিম পুলিশও। দ্রুত উদ্ধার করে ভর্তি করা হয় রংপো হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানাযায়,মৃত্যু হয়েছে ৪ জনের। আহত ২০ জনের বেশি। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। দুর্ঘটনা নিয়ে কালিম্পংয়ের জেলাশাসক বালসুব্রহ্মণ্যম টি জানিয়েছেন, ‘‘রংপোয় একটা দুর্ঘটনা ঘটেছে। যাত্রীবাহী বাস উলটে খাদে পড়ে গিয়েছে। খবর পেয়েই উদ্ধারকাজ শুরু করেছি আমরা। খবর নিশ্চিত করা যাচ্ছে। পরিস্থিতির দিকে নজর রাখছি।’’ 

Latest