Skip to content

দুই দিনের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সবুজ সংকেত!

1 min read

নিজস্ব সংবাদদাতা : মোদির হাত ধরে উদ্বোধন হল বন্দে ভারত স্লিপার। বাংলা ও অসমকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।মোদির হাত ধরে উদ্বোধন হল দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস । দেশের প্রথম সেমি হাই-স্পিড স্লিপার ট্রেন এবার বাংলায়। হাওড়া থেকে অসমের গুয়াহাটি
পর্যন্ত ছুটল এই আধুনিক ট্রেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন এই পরিষেবার।মালদহে বন্দে ভারত, অমৃত ভারত সহ ১০টি ট্রেন উপহার দিলেন প্রধানমন্ত্রী। ভারতীয় রেলের ইতিহাসে যুক্ত হতে চলেছে নতুন অধ্যায়। রাতের সফরের কথা মাথায় রেখে বিশেষ ভাবে নকশা করা হয়েছে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ কিলোমিটার গতিবেগে চলার ক্ষমতা থাকলেও, বাণিজ্যিক ভাবে এই ট্রেন চলবে ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার বেগে।

মোট ১৮টি কামরার এই ট্রেনে একসঙ্গে সফর করতে পারবেন ৮২৩ জন যাত্রী। ১৭ জানুয়ারি ট্রেন নম্বর ০২০৭৫ বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস মালদহ টাউন থেকে কামাখ্যার উদ্দেশে রওনা দেবে। দুপুর ১টা ১৫ মিনিটে মালদহ থেকে যাত্রা শুরু করে রাত ১১টা ১৫ মিনিটে পৌঁছবে কামাখ্যায়। পথে মোট সাতটি স্টেশনে দাঁড়াবে ট্রেনটি—আলুয়াবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বনগাইগাঁও ও রঙ্গিয়া। হাওড়া থেকে শুরু করে হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, মালদহ, জলপাইগুড়ি, কোচবিহার এবং আসামের বনগাগাঁও ও কামরূপ মেট্রোপলিটান জেলার গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে এই বন্দে ভারত স্লিপার ট্রেন।

বন্দে ভারত স্লিপারের অন্দরসজ্জা ফাইভ স্টার হোটেলের থেকে কোনও অংশে কম নয়। ট্রেনের ভিতরে পা রাখলেই মনে হবে নামী হোটেল। উন্নত মানের বার্থ, এনার্জি-এফিসিয়েন্ট লাইটিং এবং আধুনিক শৌচাগার দীর্ঘ ট্রেন যাত্রার ক্লান্তি এক নিমেষেই দূর করে দেবে। বিধানসভা নির্বাচনের আগে বঙ্গবাসীর মন জয় করতে একগুচ্ছ রেল প্রকল্পের উদ্বোধন, শিলান্যাসের কর্মসূচি নিয়ে দু’দিনের সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তথ্য বলছে, শনিবার মালদহে একটি বড় সরকারি অনুষ্ঠানে ৩,২৫০ কোটিরও বেশি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মোদি।

Latest