Skip to content

প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র চালু হল হাওড়া জেলার আমতায়!

নিজস্ব সংবাদদাতা : গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর বিধানসভা তথা আমতা ১ নং পঞ্চায়েত সমিতির অন্তর্গত ভান্ডারগাছা গ্ৰাম পঞ্চায়েতের দক্ষিণ রামচন্দ্রপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের অফিসে চালু হলো প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র। এই ঔষধি কেন্দ্র প্রশাসনিক স্তরের নাম , ফটো ও পদ প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক উদ্বোধন করেন। ‌সমবায় সমিতিতে এই ঔষধি কেন্দ্র চালু হওয়া প্রসঙ্গে দক্ষিণ রামচন্দ্রপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড এর অধিকর্তা ভবদেব চক্রবর্তী বলেন, " আগে প্রান্তিক মানুষদের মহাজনরা শোষণ করতো।দেনার দায়ে প্রান্তিক মানুষ ঋণে জর্জরিত হয়ে যেত। মহাজনের শোষণে প্রান্তিক মানুষদের বাস্তুভিটা, চাষের জমি হারিয়ে নিঃস্ব হয়ে যেত। রবীন্দ্রনাথ ঠাকুর প্রান্তিক মানুষদের মহাজনদের শোষণের হাত থেকে বাঁচাতে সমবায় সমিতি চালু করেছিলেন। আমাদের সমবায় সমিতির এলাকার মানুষরা কৃষিজীবী। কৃষকেরাই আমাদের ভগবান। আমাদের সমিতির অধীন দক্ষিণ রামচন্দ্রপুর,পানপুর, দাদপুর, দক্ষিণ হরিশপুর,ভান্ডারগাছা ও ঘোষপুর গ্ৰামের কয়েক হাজার পরিবারের সদস্য - সদস্যারা এই সমিতি থেকে নানান পরিষেবা পেয়ে থাকেন।

এই সমিতি থেকে আমরা স্বল্পসুদে কৃষকদের ঋণ প্রদান করা হয়। কৃষকদের উপকারের জন্য নায্যমূল্যে সার বিক্রয় কেন্দ্র,নায্যমূল্যে কীটনাশক বাজার মূল্য থেকে কমদামে পেয়ে থাকেন " । তিনি আরও বলেন, " বর্তমানে আমরা মানুষদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছি।আমরা বাস্তবে উপলব্ধি করেছি যে, বর্তমানে যতদিন যাচ্ছে চিকিৎসা খরচ বাড়ছে। প্রান্তিক মানুষজনরা চিকিৎসা খরচ চালাতে হিমসিম খাচ্ছে। বাজারে ঔষধের দাম দিনদিন বেড়েই যাচ্ছে। চিকিৎসা খরচ চালাতে প্রান্তিক মানুষজনরা জমি,বাস্তু,গহনা বিক্রি করছে।এটা আমাদের কাছে বড়ই বেদনাদায়ক। আমরা এলাকার মানুষজনদের কথা চিন্তা ভাবনা করেছি।যাতে করে আমাদের সমিতির সদস্য - সদস্যাদের পরিবারের মানুষজন, সমিতির এলাকাধীন মানুষজনদের অতি স্বল্পমূল্যে ঔষধ ও ভালো চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য সমিতির বিগত বোর্ড এবং বর্তমান বোর্ড এর সদস্য - সদস্যরা সিদ্ধান্ত নিয়ে এই সমিতিতে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র চালু করলেন। আগামী দিনে আমাদের লক্ষ্য, এই সমবায় সমিতিতে প্যাথলজি সেন্টার, ফিজিওথেরাপি সেন্টার,ই সি জি পরীক্ষা সহ নানাবিধ চিকিৎসা পরিষেবা চালু করা।এর পাশাপাশি মানুষেরা যাতে স্বল্পমূল্যে খাঁটি জিনিস পায় তার জন্য মুদিখানা চালু করা " । ‌ফার্মাসিস্ট শৈলেশ দাস প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র চালু হওয়া প্রসঙ্গে বলেন, " এলাকার প্রান্তিক মানুষদের কথা চিন্তা ভাবনা করে দক্ষিণ রামচন্দ্রপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড সমবায় সমিতির অফিসে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র চালু করল। এই কেন্দ্র থেকে জনগণ নায্যমূল্যে , বাজারের ঔষধের দোকানের থেকে অতি কমদামে ঔষধ পাবেন। এই ঔষধের দাম গুলো এলাকার প্রান্তিক মানুষদের ক্রয়ক্ষমতার মধ্যে আছে। অনেকের ভুল ধারণা যে,এত কমদামে ঔষধ পাওয়া যাচ্ছে মানে ওই ঔষধ কাজ করবে না।এটা ভুল মনোভাব। বাজারে যে ঔষধ আপনি দোকান থেকে বেশি মূল্য দিয়ে কিনছেন, তার থেকে অনেক কম দামে এই কেন্দ্র থেকে ঔষধ পাবেন।কাজ কিন্তু একই হবে " । তিনি আরো বলেন," ভুল ধারণা নিয়ে ঔষধ খাবেন না। বিশ্বাসের সাথে ঔষধ খান "। একবার এই কেন্দ্র থেকে ঔষধ কিনে খেয়ে দেখুন আপনি সুস্থ হচ্ছেন কিনা। যদি দেখেন সুস্থ হচ্ছেন না,তাহলে পরেরবার এই কেন্দ্র থেকে ঔষধ কিনবেন না "।

Latest