নিজস্ব সংবাদদাতা : কাঁদানে গ্যাস, একে-৪৭ চালিয়েও সামাল দেয়া যাচ্ছে না পাক কাশ্মীরের জনরোষ। এদিকে বিক্ষোভ যেভাবে মাত্রা ছাড়িয়েছে তাতে এই অশান্তির ফায়দা নিতে পারে প্রতিবেশী ভারত। এই আশঙ্কা থেকেই এবার পাক কাশ্মীরের জনরোষ সামাল দিতে টাকা ছড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার। পরিস্থিতি সামাল দিতে পিওকে-তে ২৩০০ কোটি টাকা অর্থ সাহায্যের ঘোষণা করলো শাহবাজ শরিফ সরকার।পাক অধিকৃত কাশ্মীরের বেহাল অবস্থা সামাল দিতে সোমবার এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন শরিফ। যেখানে উপস্থিত ছিলেন অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক, পিএমএল-এন নেতা ফারুক হায়দর, কাশ্মীর বিষয়ক মন্ত্রী আমির মুকাম প্রমুখ। পাক অধিকৃত কাশ্মীরের আর্থিক দুরবস্থা নিয়ে দীর্ঘ আলোচনা হয় সেখানে। অস্বাভাবিক হারে কর বৃদ্ধি, মুদ্রাস্ফীতি -সহ একাধিক বিষয়ের বিরুদ্ধে পাক সরকারের বিরুদ্ধে সরব হয়ে শুক্রবার প্রতিবাদে নামে পাক অধিকৃত কাশ্মীরের জনতা। এএনআই সূত্রে খবর, পাক সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে টানা প্রতিবাদ মিছিল করছে জম্মু ও কাশ্মীর জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি। দোকানপাট বন্ধ রাখারও আর্জি জানানো হয়েছিল। এদিকে প্রতিবাদ রুখতে বিভিন্ন জায়গায় ইসলামাবাদ মোতায়েন করে পাক রেঞ্জার্স ও পুলিশবাহিনী। অসংখ্য মানুষকে গ্রেপ্তারের পাশাপাশি গুলি চালায় পাক পুলিশ। যার জেরে এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন শতাধিক। পালটা হামলায় এক পুলিশ কর্মীরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।