Skip to content

জুলাই মাস শেষ হতে চললে এখনও ভারি বৃষ্টি পায়নি,তাই দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হল জল!

দুর্গাপুর নিজস্ব সংবাদদাতা :  হাওয়া অফিসের শেষ আপডেট বলছে দক্ষিণবঙ্গে গড়ে ৪৪ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। তাতেই চিন্তা বেড়েছে বাংলার ধান চাষীদের। এবার পরিস্থিতি বাগে আনতে মাঠে নামল ডিভিসি। আমন চাষে গতি আনতে শনিবার থেকে দুর্গাপুর ব্যারেজ থেকে সেচের জন্য ছাড়া হল জল। সেচ দফতর সূত্রে জানা গিয়েছে ডিভিসির লেফট ব্যঙ্ক মেইন ক্যানেল ও রাইট ব্যঙ্ক মেইন ক্যানেল থেকে মোট ৬ হাজার কিউসেক হারে জল ছাড়া শুরু হয়েছে। ।এর ফলে বাঁকুড়া,  পুর্ব বর্ধমান, হুগলি ও হাওড়া জেলায় আমন চাষ গতি পাবে বলে আশাবাদী সব পক্ষই। 

Latest