নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ নগরে চাঞ্চল্য ছড়াল এক ভয়াবহ ডাকাতির ঘটনায়। SBI-এর অবসরপ্রাপ্ত কর্মচারী দুলাল আঢ্যের বাড়িতে গভীর রাতে দুঃসাহসিকভাবে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে ১৭ই ডিসেম্বর গভীর রাতে। জানা গেছে, ঘটনার সময় দুলাল আঢ্য সপরিবারে শ্বশুরবাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেই সুযোগে একদল দুষ্কৃতী বাড়ির প্রধান দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। কুঠার ও শাবলের মতো ভারী অস্ত্র ব্যবহার করে বাড়ির একাধিক দরজা ভেঙে ফেলা হয়। এরপর চার থেকে পাঁচটি আলমারি সম্পূর্ণভাবে ভেঙে লুট চালানো হয়। ডাকাতেরা ঠাকুরের একটি সোনার হার, ছেলে-মেয়ের অন্নপ্রাশনের রূপার থালা, বাটি, গ্লাস ও চামচের দু’টি সেট এবং পাঁচটি রূপার সম্মাননা স্মারক নিয়ে চম্পট দেয়। লুট হওয়া সামগ্রীর আনুমানিক বাজারমূল্য এক লক্ষ টাকার কাছাকাছি বলে জানা গেছে। পাশাপাশি বাড়ির ব্যাপক ক্ষতিসাধন করা হয়েছে। বাড়ির দরজা, আলমারি ও অন্যান্য জিনিসপত্র মেরামত করতে আনুমানিক দেড় লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে বলে পরিবার সূত্রে জানানো হয়েছে। পর দিন সকালে খবর পেয়ে বাড়িতে ফিরে এই ভয়াবহ দৃশ্য দেখে হতবাক হয়ে যান দুলাল আঢ্য ও তাঁর পরিবার। অবিলম্বে থানায় লিখিত অভিযোগ (FIR) দায়ের করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং প্রাথমিক পর্যবেক্ষণ ও পুলিশি ইনস্পেকশন সম্পন্ন করেছে। এই ঘটনার পর এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের দাবি, রাতে পুলিশের টহল আরও জোরদার করা প্রয়োজন। ঘটনার পর থেকে ওয়ার্ড কাউন্সিলর সৌরভ বসু সক্রিয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং পুলিশি তদন্তে সহযোগিতা করছেন বলে জানা গেছে। মেদিনীপুর শহরের বুকে এই ধরনের ডাকাতির ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত সাধারণ মানুষ। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী।
মেদিনীপুরে অবসরপ্রাপ্ত SBI কর্মীর বাড়িতে ডাকাতি, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি!