Skip to content

পুজোর মুখে ফের ঝাড়গ্রাম জেলার লালগড়ে বাঘের আতঙ্ক!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : পুজোর মুখে ফের লালগড়ে বাঘের আতঙ্ক! জনাশুলি ও লক্ষ্মণপুরের জঙ্গলে বেশ কয়েকটি রহস্যময় পায়ের ছাপ ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। বনদপ্তরের আধিকারিকরা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন।প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এটি হয়তো বড়সড় কোনও বনবিড়াল বা নেকড়ে বাঘের ছাপ হতে পারে। তবে উদ্ধার হওয়া ওই থাবার ছাপের দৈর্ঘ্য ১১ সেন্টিমিটার ও প্রস্থ ১০ সেন্টিমিটার—যা রয়্যাল বেঙ্গল টাইগারের থাবার মাপের সঙ্গে হুবহু মেলে।

ফলে জঙ্গলে সত্যিই কি ফের বাঘের উপস্থিতি? বনদপ্তর কিন্তু কোনও ঝুঁকি নিতে নারাজ। লালগড়ের সঙ্গে বাঘের আতঙ্ক নতুন নয়। গত বছরের শেষের দিকে ওড়িশার সিমলিপাল থেকে ‘জিনাত’ নামের এক বাঘিনী ঝাড়গ্রামের বেলপাহাড়ি ও পরে বাঁকুড়ায় ধরা পড়েছিল বনদপ্তরের ফাঁদে। ২০১৮ সালের মার্চ মাসে প্রথমবার লালগড়ের মেলখেড়িয়া জঙ্গলে বাঘের থাবার ছাপ নজরে আসে। পরে ক্যামেরায় ধরা পড়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার। তবে সেটিকে ধরা ছিল বিশাল চ্যালেঞ্জ। শেষমেশ সেই বাঘটিকে মেদিনীপুরের চাঁদড়ার জঙ্গলে মৃত অবস্থায় উদ্ধার করে বনদপ্তর। মৃত্যুর কারণ আজও রহস্যাবৃত। এবার পুজোর আগেই ফের জনাশুলি লক্ষণপুরের জঙ্গলে বাঘের পায়ের ছাপ মিলতেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে বনদপ্তর।

Latest