Skip to content

ফের বড় রেল দুর্ঘটনা : বিহারে ট্রেন দুর্ঘটনা, ১৭টি বগি লাইনচ্যুত, নদীতে পড়ে গেল ৩ ক্যান!

1 min read

নিজস্ব সংবাদদাতা : ২৭শে ডিসেম্বর শনিবার ট্রেন দুর্ঘটনায় মালগো নদীতে পড়ে গেল ৩ ক্যান, সেতুতে ট্রেন থেকে বিচ্ছিন্ন ২ ক্যান।বিহার জামুই জেলায়, গভীর রাত ১২ টার দিকে বড় একটি ট্রেন দুর্ঘটনা ঘটে। সিমেন্ট কার্গো ১৭ বগি লাইনচ্যুত, ৩ বগি নদীতে পড়ে, ২টি বগি উল্টে ১২টি বগি উঠল।

দুর্ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছলেন রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জাসিদিহ-ঝাজা রেল সেকশনের তেলওয়া বাজার হোল্টের কাছে বাধুয়া নদীর উপর ৬৭৬ নম্বর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। বছর শেষের মুখে বিহারে ফের রেল দুর্ঘটনা। লাইনচ্যুত হয়ে নদীতে পড়ে গেল সিমেন্ট বোঝাই মালগাড়ির বেশ কয়েকটি বগি। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে জসিডি-ঝাঝা রুটে।

Latest