নিজস্ব সংবাদদাতা : ঘটনাটি ঘটে মঙ্গলবার ২৭শে মে নদীয়া জেলার কল্যাণী ব্লকের মদনপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলে মাঠ এলাকায়। জানা গিয়েছে, সাত বছরের বিশাল বাড়ির পাশেই রামমোহন প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করত। ওই যে মাঠটা রয়েছে সেখানে সন্ধে নামলেই সকলে খেলতে যায়। মাঠে সকলে ব্যায়াম করে। সেখানেই বিশাল খেলতে এসেছিল। তখনই গোলপোস্ট ভেঙে পড়ে ওর গায়ে পড়ে। সঙ্গে সঙ্গে আমরা ওকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। সেখানেই মৃত্যু হয়। মৃত সাত বছরের নাবালকের নাম বিশাল মণ্ডল। তাঁর বাড়ি মদনপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলে মাঠ এলাকায়।