নিজস্ব সংবাদদাতা : বিহার বিধানসভা নির্বাচনে বড় চমক। ইতিহাস গড়তে চলেছেন জনপ্রিয় লোকগায়িকা আসা মৈথিলী ঠাকুর। আলিনগর আসন থেকে মাত্র ২৫ বছর বয়সী এই বিজেপি প্রার্থী। এবারই প্রথম আলিনগর আসনে পদ্ম ফুটতে চলেছে। বিহারের দারভাঙ্গা অঞ্চলের এই আসনে মুসলিম ভোটারদের প্রাধান্য রয়েছে। এর আগে বিহারের সবচেয়ে কমবয়সি বিধায়ক ছিলেন ২০০৫ সালে জয়ী ২৬ বছরের নির্দল প্রার্থী তৌসিফ আলম। ২০১৫ সালে ২৬ বছর বয়সে রাঘোপুর থেকে জয়ী হয়েছিলেন তেজস্বী যাদব।

চলতি নির্বাচনে আরও কয়েকজন ২৫ বছরের তরুণ প্রার্থী নির্বাচনী ময়দানে আছেন। মৈথিলী ঠাকুর মধুবনির বেনীপাতির বাসিন্দা। ভারতীয় শাস্ত্রীয় ও ভক্তি সঙ্গীতে প্রশিক্ষিত এই শিল্পী 'রাইজিং স্টার'-সহ বিভিন্ন জাতীয় রিয়্যালিটি শোতে অংশ নিয়ে খ্যাতি অর্জন করেন। সঙ্গীতে তাঁর পথচলা সহজ ছিল না। তিনি ‘সারেগামাপা লিটল চ্যাম্পস’ এবং ‘ইন্ডিয়ান আইডল জুনিয়র’-এর মতো একাধিক রিয়্যালিটি শোয়ে অডিশন দিয়েছিলেন।

কিন্তু প্রাথমিক পর্যায়ে বাদ পড়েন। তবে তিনি হাল ছাড়েননি। ২০১৭ সালে ‘রাইজিং স্টার’–এ স্কুলে পড়ার সময়ই প্রথম রানার-আপ হয়ে তিনি আকাশছোঁয়া জনপ্রিয়তা অর্জন করেন।এক প্রতিবেদন অনুযায়ী, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে তাঁকে ঘিরে যে পরিবেশ তৈরি হয়েছিল, তা অন্যায় মনে হওয়ায় মৈথিলি বেশ কিছু বছর হিন্দি ছবির সঙ্গীত থেকে দূরত্ব বজায় রাখেন।

দীর্ঘ বিরতির পর তিনি ২০২৪ সালে ‘অউরোঁ মে কহাঁ দম থা’ ছবির ‘কিসি রোজ’ গান দিয়ে বলিউডে ফিরে আসেন। গানটি কম্পোজ করেছিলেন এম.এম. কিরাবাণী এবং ছবিতে অভিনয় করেন অজয় দেবগন, টাবু এবং জিমি শেরগিল।সারা দেশ ও বিদেশে বারোটি ভাষায় সুফি-ঘরানার লোকসঙ্গীত পরিবেশন করে তিনি বিশেষ জনপ্রিয়তা পান। নির্বাচনে জয়ী হলে মৈথিলী ঠাকুর ওই অঞ্চলের মেয়েদের শিক্ষার উন্নয়ন এবং বেকার যুবকদের কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানিয়েছেন।