নিজস্ব সংবাদদাতা : দু-দিনের ভুটান সফর থেকে ফিরেই দিল্লির লোক নায়ক জয় প্রকাশ নারায়ণ (এলএনজেপি) হাসপাতালে বিস্ফোরণে আহতদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সন্ধ্যায় রাজধানীর ঐতিহাসিক লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে ১০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ২০-রও বেশি। এই পরিস্থিতিতে বুধবার কড়া নিরাপত্তায় মোড়া হাসপাতালে পেছনের দরজা দিয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।মঙ্গলবার সকালে ভুটানের উদ্দেশে রওনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সোমবার রাজধানীতে ঘটা বিস্ফোরণ-কাণ্ডের পর তাঁর সফর ঘিরে একটা অনিশ্চিয়তা তৈরি হয়েছিল ঠিকই। কিন্তু সে সব পেরিয়েই ‘ড্রাগনের দেশে’ যান তিনি। মঙ্গলে ভুটানে গিয়ে ভাষণ পর্বে দিল্লি বিস্ফোরণের প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘আজ আমি মানসিকভাবে খুব ভারাক্রান্ত। দিল্লিতে যে ঘটনাটা ঘটল, সেই ঘটনা আমাকে ভিতর থেকে অনেকটাই ভেঙে দিয়েছে। যারা নিজেদের কাছের মানুষদের হারালেন, তাঁদের কষ্ট আমি বুঝতে পারছি। এটা সত্যিই মেনে নেওয়ার মতো নয়।’ তবে এই ঘটনার সঙ্গে কেউ যুক্ত থাকলে, তাদের রেহাই দেওয়া হবে না বলেই হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী মোদী।
দিল্লিতে বিস্ফোরণ নিয়ে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী!