নিজস্ব সংবাদদাতা : ১২অক্টোবর রবিবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনা ঘটল বর্ধমান স্টেশনে। ট্রেন ধরার তাড়ায় পদপিষ্ট হয়ে আহত হলেন অন্তত সাতজন যাত্রী। জানা যাচ্ছে, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। পদপিষ্টের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছেন বর্ধমান স্টেশনে। ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে। দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

রবিবার সন্ধ্যায় একই সময়ে বর্ধমান স্টেশনের ৪, ৬ ও ৭ নং প্ল্যাটফর্মে তিনটি ট্রেন দাঁড়িয়েছিল। ট্রেন ধরার তাড়াহুড়োয় সিঁড়ি দিয়ে নামছিলেন যাত্রীরা। ভিড় বাড়তে থাকে। যার জেরে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। আহত হন অন্তত ৭ জন। ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আহতদের ভর্তি করা হয়। জানা যাচ্ছে, স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম ছাড়া অন্য সব প্ল্যাটফর্মের এস্কেলেটর অচল। ফলে যাত্রীদের সিঁড়ি দিয়েই যাতায়াত করতে হয়। জানা যাচ্ছে, আজ ৪ ও ৫ নং প্ল্যাটফর্মের সংযোগকারী সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।অন্যদিকে, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষ জানিয়েছেন, গোটা ঘটনায় সাতজন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এক আহতের স্বামী অরূপ দাস জানান, ওঠানামার হুড়োহুড়িতে পড়ে যাই আমরা।কিছু মানুষ ছিটকে পড়েন। এক মহিলা সাফাইকর্মী জানান, ওই সময় তিনটি ট্রেন এসে পড়ে। অনেকে নামতে চান। ট্রেন ধরবেন। কিছু মানুষ ফেরার তাড়ায় ছিলেন। সিড়িটা ছোট হওয়ায় এমন ঘটে যায়। রেল সূত্রে জানা গেছে, আহতদের অবস্থা স্থিতিশীল।অন্যদিকে, এই ঘটনাকে ঘিরে ফের উঠছে নিরাপত্তা ও যাত্রী নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন। প্রতিদিন হাজার হাজার যাত্রী বর্ধমান স্টেশন দিয়ে যাতায়াত করেন।কিন্তু সংকীর্ণ সিঁড়ি ও পর্যাপ্ত রেলওয়ে নিরাপত্তা কর্মীর অভাব নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।