Skip to content

অতিভারী বৃষ্টিতে তিস্তার জলে ভেসেছে সিকিম-কালিম্পং-শিলিগুড়ি ১০ নম্বর জাতীয় সড়ক!

নিজস্ব সংবাদদাতা :  সিকিম পাহাড়ে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত বিরাট এলাকা। বর্ষণের জেরে বিপর্যস্ত হয়েছে দার্জিলিং। সোমবার রাতে হওয়া এই প্রবল বৃষ্টিতে সিকিমের রাজপথ ভেসে গিয়ে সাময়িকভাবে প্রায় নদীর আকৃতি নেয়। সেইসঙ্গে প্লাবিত হয়েছে সমতলও। জানা গিয়েছে, সিকিমে প্রবল বৃষ্টিতে ফুঁসে উঠেছে তিস্তা। অতিভারী বৃষ্টির জন্য এই পাহাড়ি নদীর জলে ভেসে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক।

জাতীয় সড়কের উপর রবি ঝোরার লিখুভির এলাকায় হয়েছে ভূমিধস। যার জেরে সিকিম-কালিম্পং-শিলিগুড়ি যাতায়াত আপাতত বন্ধ রাখা হয়েছে। সেইসঙ্গে ব্যাহত হয়েছে পশ্চিমবঙ্গের সেভক ও রংপোর মধ্যে যান চলাচল। জানা গিয়েছে, সোমবার ওই অতিভারী বৃষ্টির জন্য সিকিমের গ্যাংটক শহরে কাদামাটিতে প্রচুর সংখ্যক বাইক আটকে গিয়েছে। জায়গায় জায়গায় প্রশাসনের সঙ্গে বিপর্যয় মোকাবিলায় নেমেছে এসএসবি'র ৭২ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা। এমনিতেই বর্ষার বৃষ্টিতে নদীর জলস্তর বেড়ে গিয়েছে।

তার সঙ্গে যোগ হয়েছে সোমবার রাতে পাহাড়ে ওই ভারী বৃষ্টির প্রভাব। তিস্তার জলস্তর বেড়ে যাওয়ায় গাজলডোবা তিস্তা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হয়। সতর্ক করা হয় তিস্তা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের। কিন্তু সতর্ক করেও কিছু লাভ হয়নি। বাসিন্দারা জানিয়েছেন, যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। 

Latest