নিজস্ব প্রতিবেদন : থার্ড আই আর্টিস্ট গ্রুপের উদ্যোগে ৫থ বার্ষিক আন্তজার্তিক চিত্রশিল্প প্রদর্শনী ও ওয়ার্কশপ শুরু হলো বুধবার থেকে। এদিন বিকালে শিলিগুড়ি রামকিঙ্কর আর্ট গ্যালারিতে প্রদর্শনী ও ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠান হয়। প্রদীপ জ্বালিয়ে এর সূচনা করা হয়। ৪ দিনের প্রদর্শনীর সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের ডিসিপি ( সদর) অংশুমান সাহা, সোমনাথ বিশ্বাস ও ভারতীয় শিল্পীরা ও বিদেশি শিল্পীরা ও বিপ্লবী সংবাদ দর্পন প্রতিনিধিরা । মিডিয়া কাভারেজ ও মিডিয়া পার্টনার বিপ্লবী সংবাদ দর্পন।চিত্রশিল্প প্রদর্শনী ও ওয়ার্কশপ চলবে ১স্ট NOV থেকে ৪থ NOV পর্যন্ত। প্রত্যেক বছরের মত এবারও গ্লোবাল ওয়ার্মিং প্রকৃতি বিষয় ভিত্তিক ওয়ার্কশপ ও প্রদর্শনী হচ্ছে। নির্বাচিত ৬৫ জন শিল্পীদের ছবি এই প্রদর্শনীতে জায়গা পেয়েছে। স্বল্প খরচে শিল্পীদের থাকা, খাওয়া, প্রদর্শনী সব কিছু বহন করবে থার্ড আই আর্টিস্ট গ্রুপ। এটা একটা যুব শিল্পীদের প্রমোশন করার প্ল্যাটফর্ম। সংগঠনের সভাপতি ও শিল্পী অংশুমান সাহার উদ্যোগে সম্পাদক সোমনাথ বিশ্বাসের ব্যবস্থাপনা, সংগঠনের যুগ্ম সচিব রাজীব সহযোগিতায় আন্তর্জাতিক মানের শিল্পীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে এই প্রদর্শনী ও কর্মশালা। বিভিন্ন দেশের মধ্যে থাকছে যেমন জর্জিয়া, রোমানিয়া, ইউএসএ , কসোভো, বাংলাদেশ, নেপাল, তাইওয়ান, পোল্যান্ড, ঘানা, হাইতি, ইরাক, তুর্কি, ইজিপ্ট।