নিজস্ব প্রতিবেদন : ২০২৪ লোকসভা ভোটের আগে এই চার রাজ্যের এবং মিজোরামের বিধানসভা নির্বাচনকে রাজনৈতিক বিশ্লেষকরা সেমিফাইনাল বলে জানিয়েছিলেন। তাদের বক্তব্য ছিল, এই পাঁচ রাজ্যের ফলাফলের উপর ভিত্তি করে আসন্ন লোকসভা নির্বাচনের একটি চিত্র পাওয়া যাবে। সেকথা মাথায় রেখে বলা যেতেই পারে, আসন্ন লোকসভা ভোটে এগিয়ে থেকেই লড়াইয়ে নামতে চলেছে পদ্ম শিবির। যা ফল পাওয়া গেছে এখনও পর্যন্ত তাতে মধ্যপ্রদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। মধ্যপ্রদেশে মোট আসন ২৩০টি। বিজেপি পেয়েছে ১৬৭টি আসন। এই সংখ্যা আরও বাড়বে। সরকার গঠনের জন্য দরকার ছিল ১১৬টি আসন। যা ইতিমধ্যেই পেয়ে গেছে বিজেপি। এখানে কংগ্রেস পেয়েছে ৬২টি আসন। তবে বিজেপির আসন সংখ্যা এখনও বাড়তে পারে। এদিকে, পালাবদল ঘটল রাজস্থানে। রাজস্থানের ২০০টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি এখনও পর্যন্ত ১১৫টি আসন সংগ্রহ করে ক্ষমতায় আসছে। সরকার গড়তে প্রয়োজন ছিল ১০১টি আসন। তা ইতিমধ্যেই পেরিয়ে গেছে বিজেপি। কংগ্রেস এখানে ৬৫টি আসন পেয়েছে। ছত্তীশগড়েও পালবদল ঘটেছে। এখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে বিজেপি। ছত্তিশগড়ের ৯০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। তারমধে্য বিজেপি এখনও পর্যন্ত পেয়েছে ৫৪টি আসন। সরকার গড়তে প্রয়োজন ছিল ৪৫টি আসনের। যা ইতিমধে্যই তারা অতিক্রম করেছে। কংগ্রেস পেয়েছে ৩৬টি আসন। এই তিন রাজ্যেই বিজেপি ক্ষমতা দখল করছে। অর্থাৎ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি হিন্দি বলয়ে নিজেদের অবস্থান যে আরও মজবুত করল তা নিয়ে কোনও সংশয় নেই। তবে গেরুয়া ঝড়ের মধ্যেই পালাবদল ঘটল তেলেঙ্গানায়। সেখানে ক্ষমতাসীন বিআরএস-কে সরিয়ে সরকার গঠন করতে চলেছে কংগ্রেস। ঘোষিত চার রাজ্যের নির্বাচনের ফলাফলে একমাত্র তেলেঙ্গানাতেই সাফল্য পেয়েছে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস। তেলেঙ্গানায় মোট আসন সংখ্যা ১১৯টি। এখনও পর্যন্ত কংগ্রেস ৬৩টি আসন পেয়েছে। ক্ষমতাচূ্যত বিআরএস পেয়েছে ৪০টি আসন। এখানে বিজেপি সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারেনি। তারা পেয়েছে মাত্র ৯টি আসন। সোমবার মিজোরামের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। সেখানে বিজেপি বা কংগ্রেসের ভাল ফল করার সম্ভাবনা কম। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, এখানে ত্রিশঙ্কু বিধানসভা হতে চলেছে। যদি এখানেও বিজেপি ভাল ফল করতে পারে, তা হলে লোকসভা নির্বাচনের আগে মোদি সরকারকে বাড়তি অক্সিজেন দেবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।