Skip to content

ইউ. এল. বেঙ্গল কোম্পানীর উদ্যোগে কিছু জঙ্গলমহলে সামাজিক দায়বদ্ধতার অধীনে বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজের উদ্বোধন!

1 min read

ঝাড়গ্রাম, নিজস্ব সংবাদদাতা : গত বৃহস্পতিবার ও শুক্রবার ২৮ ও ২৯ নভেম্বর তারিখে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার অন্তগত ইউ. এল. বেঙ্গল কোম্পানীর সহযোগিতায় কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অধীনে বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজের উদ্বোধন করেন ৷ ইউ. এল. বেঙ্গল কোম্পানীর সহযোগিতায় ঝাড়গ্রামের টিয়াকাটি গ্রামের একটি সীতলামন্দির ও মুরুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও সাতভাণ্ডারীতে গড়মথান, শ্রী রশিকানন্দ মহাপ্রভু মন্দিরে নাট মন্দির, রোহিণী, পাথরা পিএইচসি-তে রোগীর ওয়েটিং হল, জোতিয়া সীতলা মন্দিরে শেড এবং মানিকপাড়ায় কলেজ,একটি সাইকেল স্ট্যান্ড নির্মাণ করা হলো । উদ্বোধনী অনুষ্ঠানের নেতৃত্বে ছিলেন ইউ. এল. বেঙ্গল কোম্পানীর নির্বাহী পরিচালক শ্রী কে এন পি সিনহা, সিনিয়র জেনারেল ম্যানেজার শ্রী সুনীল কুমার পান্ডে এবং সিনিয়র ম্যানেজার শ্রী সঞ্জয় সিং ইউএএল বেঙ্গলের সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা । এক্সিকিউটিভ ডিরেক্টর শ্রী কে এন পি সিনহা বলেন যে আমাদের সিএমডি শ্রী অরুণ কুমার সরফ ২০০০ সাল থেকে সিএসআর আইন ২০১৩ সালে অন্তর্ভুক্ত হওয়ার আগে বিভিন্ন সিএসআর কার্যক্রম করে আসছেন। তিনি আরও বলেন যে আমরা আমাদের পরিবেশ এবং আশেপাশের গ্রামবাসীদের সাথে বেড়ে উঠি এবং এর উন্নয়ন দেখে খুশি ও আনন্দিত বোধ করি। এই এলাকায় আমরা আশেপাশের গ্রামবাসীদের সামাজিক উন্নয়নে সামাজিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ। কোম্পানীর শ্রমিক কর্মচারী ও এলাকার মানুষ প্রবল উৎসাহের সঙ্গে এই শিবিরে যোগদান করেন। অনুষ্ঠানটিকে আকর্ষনীয় করতে টিফিনের পাশাপাশি নানা উপহার প্রদান করা হয়। এলাকার মানুষ এইরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

Latest