নিজস্ব সংবাদদাতা : গ্রীষ্মকালীন রক্তের চাহিদা কিছুটা হলেও মেটাতে এগিয়ে এলো ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার অর্ন্তগত ইউ. এল. বেঙ্গল কোম্পানী। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার অর্ন্তগত তুঙ্গাধূয়া গ্রামে অবস্থিত ইউ. এল. বেঙ্গল কোম্পানীতে পুনরায় অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। এই রক্তদান শিবিরটি ঝাড়গ্রাম জেলা হাসপাতালের ব্ল্যাড ব্যাঙ্কের তত্ত্বাবধানে করা হয়েছিল। এই অনুষ্ঠানটির সূচনা করেন কোম্পানীর সিনিয়ার জেনারেল ম্যানেজার শ্রী সুনীল কুমার পান্ডে । ঝাড়গ্রাম জেলা হাসপাতালের ব্ল্যাড ব্যাঙ্কের মেডিকেল টীম রক্ত সংগ্রহ করেন এই শিবির থেকে। কোম্পানীর সদস্য ও স্থানীয় বাসিন্দা লোকজন সহ প্রায় ১২৩ থেকে ১২৫ জন এই শিবিরে রক্তদান করেন। ঐ এলাকারই একজন স্থানীয় বাসিন্দা বলেন, এই কোম্পানীর দ্বারা প্রচুর দুঃস্থ ও দরিদ্র পরিবার উপকৃত হচ্ছে। এছাড়াও কোম্পানীর আশেপাশের এলাকায় যদি কোনো দুর্ঘটনা ঘটে তার জন্য কোম্পানী ২৪ ঘন্টা বিনামূল্যে এম্বুলেন্সের ব্যবস্থা করে রেখেছে। কোম্পানীর শ্রমিক কর্মচারী ও এলাকার মানুষ প্রবল উৎসাহের সঙ্গে এই শিবিরে যোগদান করেন। অনুষ্ঠানটিকে আকর্ষনীয় করতে টিফিনের পাশাপাশি নানা উপহার প্রদান করা হয়। এলাকার মানুষ এইরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।