Skip to content

উদীয়মান ব্যাডমিন্টন খেলোয়াড় অনীক এর উড়ান অব্যআহত!

নিজস্ব প্রতিবেদন : হাওড়া জেলার ডোমজুড় ব্লকের জোতগিরি সংলগ্ন লক্ষণপুর গ্রামের অনীক নস্কর।এলাকার বাসির কাছে গর্বের সন্তান হয়ে উঠছে । একটি সাধারণ পরিবার থেকে কঠিন লড়াই করে উঠে আসা অনীক। নানা রকম প্রতিবন্ধকতা কে দূরে সরিয়ে , আজ অসাধারণ মানসিকতা দেখিয়ে হাওড়া জেলার মুখ উজ্জ্বল করে ,ভারতীয় স্কুল গেমস্ ব্যাডমিন্টন খেলতে ১লা জানুয়ারী ২০২৪ দিল্লী যাচ্ছে। অনীকের পিতা বিশ্বজিত নস্কর ছেলের সাফল্যে খুশি হলেও ছেলের খেলার খরচ সামলাতে হিমসিম খেতে হচ্ছে বলে আক্ষেপ প্রকাশ করেন। প্রতিভার বিচ্ছুরণ যখন শুরু হয়েছে,তখন আর্থিক বাঁধা কিভাবে কাটিয়ে উঠবেন,সেই ভেবেই তিনি দিশেহারা। এই বিরল প্রতিভা যাতে অচিরে হারিয়ে না যায়, তারজন্য তিনি স্পনসর শীপের চেষ্টায় আছেন। যাতে অনীক ভবিষ্যতে শুধু হাওড়া জেলা নয়, পশ্চিমবঙ্গ রাজ্য নয়, সারা ভারতবর্ষের নাম রোশন করতে পারে ,তার খেলার জাদুতে।

Latest