নিজস্ব সংবাদদাতা : গলায় তুলসীর মালা, কপালে তিলক, হাতে জপের মালা! বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা কদিন আগেই এসেছেন ভারতে। আর এবার তাঁদের দেখা পাওয়া গেল বৃন্দাবনে, প্রেমানন্দজি মহারাজের আশীর্বাদ নিতে। প্রেমানন্দজি মহারাজকে বলতে শোনা গেল, তাঁদের নিজেদের কাজকেই ঈশ্বরের সেবা বলে মনে করা উচিত।
বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা এবং ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে আরও একবার বৃন্দাবনে প্রেমানন্দজি মহারাজের আশীর্বাদ নিতে দেখা গেল। প্রেমানন্দ জি মহারাজ এবং দম্পতির মধ্যে কথোপকথনের একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি ভজন মার্গের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। এই ভিডিয়োতে প্রেমানন্দজি মহারাজ দম্পতিকে বলেন, ‘আপনার কাজকে ঈশ্বরের সেবা হিসাবে বিবেচনা করুন।
বিরাট ও অনুষ্কাকে প্রেমানন্দ মহারাজের কথায়, মাথা নেড়ে সম্মতি প্রকাশ করতে দেখা যায়। অনুষ্কা হেসে প্রেমানন্দজি মহারাজকে বলেন, ‘আমরা আপনার মহারাজ জি, আপনি আমাদের।’ যাতে প্রেমানন্দজি মহারাজ হেসে উত্তর দিলেন, ‘আমরা সকলেই শ্রীজির। আমরা সবাই একই ছাতার নিচে, নীল ছাতা… এই আকাশের নিচে। আমরা সবাই তার সন্তান।’