নিজস্ব সংবাদদাতা : আইপিএলে স্বপ্নের ইনিংস খেলছেন বাংলার ছেলে অভিষেক পোড়েল। গত মঙ্গলবার রাতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চন্দননগরের ছেলের ব্যাটিং দেখে পুরো দিল্লি শিবিরই মুগ্ধ। খেলা শেষে দিল্লি দলের সহকারী কোচ প্রবীণ আমরে জানিয়েছেন, একটা ভারতীয় ব্যাটার এমন দাপটে ব্যাটিং করছেন, এটাই দারুণ বিষয়। নেটেও অভিষেক খুব সাবলিল ব্যাটিং করছে, ওকে শুরু থেকেই বেশ উজ্জ্বল দেখিয়েছে।চন্দননগরের রথের সড়ক এলাকার এই ছেলেটি গত রাজস্থান ম্যাচে করেছেন ৩৩ বলে ৬৫ রান। তারমধ্যে ২৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ৫০ রান পূর্ণ করেছেন আবেশ খানকে ওভার বাউন্ডারি মেরে। অভিষেকের গড় ৩৩.৩৭, স্ট্রাইকরেট ১৫৭.৯৮। মোট রান করেন ২৬৭।বিভাসবাবুই বলছিলেন, ‘‘২০২০-২১ সালে করোনার সময় অভিষেকের বাড়ির অবস্থা এতটাই খারাপ ছিল যে, বাড়িতে দু’বেলা কী খাবে, সেই নিয়েও সংশয় ছিল। সেইসময় মন্ত্রী ছিল লক্ষ্মীরতন শুক্লা, ওঁকে ফোন করে অভিষেকের জন্য কিছু করতে বলেছিলাম। লক্ষ্মী আমার কথা অমান্য করেনি, যথাসাধ্য করেছিল।যে দলে সৌরভ, রিকি পন্টিংয়ের মতো বিশ্বের সেরা ক্রিকেটমস্তিষ্করা রয়েছেন, এমনকী ঋষভ পন্থের মতো দলনেতা রয়েছেন, সেই দলের প্রথম একাদশ গড়তে গেলে তাঁরাও সবাই মিলে ওপেনিংয়ে লিখছেন বাংলার এক ছেলের নাম, এটাই বাংলা ক্রিকেটের অন্যতম সেরা বিজ্ঞাপন। ছেলেবেলার কোচ ঠিকই বলেছেন, পেটে খিদে থাকলে এমনিতেই সাহস আসে, বড় আকাশ দেখা যায়! নয় বছর বয়সে আবিষ্কার করেছিলেন ময়দানের নামী কোচ বিভাস দাস।