ঝাড়গ্রাম নিজস্ব প্রতিবেদন : বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আগামী বৃহস্পতিবার দু’দিনের ঝাড়গ্রাম সফরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবসের রাজ্যস্তরীয় অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। আদিবাসী দিবস হলেও সে দিন কুড়মিদের সম্পর্কে মুখ্যমন্ত্রী কি কোনও বার্তা দিতে পারেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
তৃণমূলের নির্বাচনী ইস্তাহারেও কুড়মিদের জাতিসত্তার দাবির বিষয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনার ভিত্তিতে পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছিল। তবে ভোটের পর লোকসভা ও বিধানসভার সদ্য অধিবেশনে কুড়মিদের দাবি উত্থাপিত হয়নি। শাসক বা বিরোধী, কোনও সাংসদ, বিধায়কই এ নিয়ে দৃষ্টি আকর্ষণী প্রস্তাবটুকুও আনেননি বলে দাবি কুড়মি সামাজিক সংগঠনগুলির। মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম সফরের তাই নতুন করে উঠছে কুড়মিদের ওই সমীক্ষার দাবি।