নিজস্ব সংবাদদাতা : ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে বেশ কিছুদিন আগে উত্তপ্ত হয়ে ওঠে নবাবের জেলা মুর্শিদাবাদ। তার প্রভাব পড়ে জঙ্গিপুরেও। সংঘর্ষের জেরে মৃত্যু হয় তিনজনের। মুর্শিদাবাদের পুলিশ সুপার পদে ছিলেন সূর্যপ্রতাপ যাদব। তাঁকে পাঠানো হল কোচবিহারের নারায়ণী ব্যাটেলিয়নের দায়িত্বে। একইভাবে জঙ্গিপুর পুলিশ জেলার এসপি আনন্দ রায়কে সালুয়া ইএফআরের থার্ড ব্যাটেলিয়নের দায়িত্ব দেওয়া হয়েছে।নবান্নের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
