Skip to content

মুখ্যমন্ত্রী নাম ও ছবি ব্যবহার করে সরকারি ঋণ দেওয়ার ভুয়ো বিজ্ঞাপন দিয়ে প্রতারণা - সতর্ক করল পুলিশ!

1 min read

নিজস্ব সংবাদদাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ও ছবি ব্যবহার করে সরকারি ঋণ দেওয়ার ভুয়ো বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করা হচ্ছে মানুষকে। সমাজমাধ্যমে দেওয়া এই বিজ্ঞাপনগুলি থেকে সতর্ক থাকতে বলছে পুলিশ। এই ফাঁদে পা দিলেই হাজার হাজার টাকা খোয়াতে পারেন বলে সতর্ক করা হয়েছে। এর থেকে মুক্তির উপায় বলে দিয়েছে পুলিশ। রবিবার সকালে সমাজমাধ্যমে পোস্ট করে রাজ্য পুলিশ জানিয়েছে, ‘মুখ্যমন্ত্রীর নাম-ছবি ব্যবহার করে ভুয়ো বিজ্ঞাপন ও ভিডিয়ো ছড়িয়ে সাধারণ মানুষকে প্রতারিত করা হচ্ছে। এই ধরনের কোনও ঋণ প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক ঘোষিত বা অনুমোদিত নয়। বিজ্ঞাপনগুলি সম্পূর্ণ ভুয়োও প্রতারণামূলক। মুখ্যমন্ত্রীর নাম-ছবি ব্যবহার করা অবৈধ, অননুমোদিত।’

‘তৎক্ষণাৎ ঋণ’, ‘সিবিল ছাড়া ঋণ’, ‘সরকার অনুমোদিত ঋণ’, ‘কোনও যাচাই ছাড়া ঋণ’-এর মতো কয়েকটি শব্দবন্ধ প্রতারকরা ভুয়ো বিজ্ঞাপনে ব্যবহার করছেন বলে জানিয়েছে পুলিশ। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াট্‌অ্যাপে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। সেই লিঙ্কে ক্লিক করলেই ভুয়ো কোনও অ্যাপ বা ওয়েবসাইটে অথবা নির্দিষ্ট কোনও হোয়াট্‌সঅ্যাপ নম্বরেও নিয়ে যাওয়া হচ্ছে। এর পর আধার কার্ড, প্যান কার্ডের তথ্য এবং ওটিপি চাওয়া হচ্ছে।

Latest